কলকাতা: অল্প সময়ে বড় লাভের আশায় বর্তমানে অনেকেই ব্যাঙ্ক, পোস্ট অফিস ছেড়ে শেয়ার মার্কেটে (Share Market Investment) বিনিয়োগের দিকে ঝুঁকছেন। আনাগোনা বাড়ছে নিত্যনতুন অ্যাপে। কিন্তু সাম্প্রতিককালে, ব্রিটানিয়া থেকে টিটাগর ওয়াগনের মতো বেশ কিছু স্টক দিয়েছে যেগুলির কয়েক দশকের ঊর্ধ্বগতি চোখ কপালে তুলে দিয়েছে অনেকের। এই ভারতের শেয়ার বাজারে (Indian Share Market) এমন এক স্টক রয়েছে যেখানে সত্তরের দশকে রাখা মাত্র ১০ হাজার টাকা আজ বেড়ে প্রায় ৬৫ কোটিরও বেশি হয়ে গিয়েছে। কথা হচ্ছে ITC Ltd-এর শেয়ার নিয়ে।
পরিসংখ্যান বলছে ১৯৭০ সালে ৩৩৩৩টি শেয়ারের আইপিও বাজারে এনেছিল আইটিসি। শেয়ার প্রতি দাম ছিল মাত্র ৩ টাকা। সেই হিসাবে ৩৩৩৩টি শেয়ারের দাম ছিল ৯৯৯৯ টাকা। বোনাসের হিসাবে ৩৩৩৩টি শেয়ারই ২০১৬ সালে দাঁড়ায় ১৩, ৮২, ৪০০ শেয়ারে। এদিকে ২০২৩ সালের জুলাইয়ে আইটিসি লিমিটিডের এক একটি শেয়ারের দাম ৪৭২ টাকার আশেপাশে। অর্থাৎ, সেই পরিসংখ্যান ও আজকের বাজারমূল্য ধরে এগোলে এই সর্বমোট শেয়ারের দাম দাঁড়াচ্ছে ৬৫,২৪,৯২৮০০ টাকারও বেশি। এই হিসাব দেখেই চোখ কপালে তুলছেন বিনিয়োগকারীরা। অর্থাৎ মাত্র পঞ্চাশ বছরের ব্যবধানে এই শেয়ার ১০ হাজার টাকার বিনিয়োগকারীকে করে দিয়েছে ৬৫ কোটি টাকার মালিক।
বিগত কিছু বছরেও ক্রমান্বয়ে এই শেয়ারের ঊর্ধ্বগতি দেখতে পাওয়া গিয়েছে। তবে এখানে বিনিয়োগ করার আগে আপনি চাইলে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন। ITC এর শেয়ারে বিনিয়োগ করা কি ঠিক হবে কিনা তা নির্ভর করে আপনার বিনিয়োগের লক্ষ্য, ঝুঁকি, ধৈর্য এবং সর্বোপরি আর্থিক পরিস্থিতির উপর। অনেক বিশেষজ্ঞই বলেন ITC দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি ভাল বিকল্প হতে পারে। তবে ঝুঁকি অবশ্যই রয়েছে। TC এর শেয়ারের অতীতের পরিসংখ্যান বলছে, স্বল্প মেয়াদের থেকে দীর্ঘ মেয়াদেই সবথেরে ভাল রিটার্ন দিয়েছে এই শেয়ার।
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।