AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hero Electric Cycle: এক চার্জে কলকাতা থেকে দিঘা, দাম ৫ হাজার টাকার চেয়েও কম! সত্যিই আসছে হিরোর এই সাইকেল?

Electric Cycle: এক চার্জে ১৭০ কিলোমিটার। তার অর্থ হল নবান্নের সামনে থেকে যাত্রা শুরু করলে প্রায় দিঘার কাছাকাছি পৌঁছে যাবেন আপনি। কিন্তু সত্যিই কি আসছে হিরোর এই সাইকেল?

Hero Electric Cycle: এক চার্জে কলকাতা থেকে দিঘা, দাম ৫ হাজার টাকার চেয়েও কম! সত্যিই আসছে হিরোর এই সাইকেল?
Image Credit: Getty Images
| Updated on: Jul 15, 2025 | 10:34 AM
Share

ভারতের অন্যতম বড় দ্বিচক্রযান নির্মাতা সংস্থা হল হিরো মোটকর্প। আর সেই হিরো মোটোকর্প নাকি একটা ইলেকট্রিক সাইকেল নিয়ে আসছে, খবর এমনই। সোশ্যাল মিডিয়া সহ বেশ কিছু ওয়েবসাইটে এই খবর বেশ ট্রেন্ডেও রয়েছে। এমনকি এই ইলেকট্রিক সাইকেলের দাম কত হবে বা কত কিলোমিটার যাবে তাও নাকি জানা গিয়েছে। তথ্য বলছে, এই সাইকেল এক চার্জে ১৭০ কিলোমিটার চলবে। এবং এই সাইকেলের দাম হতে চলেছে ৪ হাজার ৯৯৯ টাকা।

এক চার্জে ১৭০ কিলোমিটার। তার অর্থ হল নবান্নের সামনে থেকে যাত্রা শুরু করলে প্রায় দিঘার কাছাকাছি পৌঁছে যাবেন আপনি। কিন্তু এই খবর কি সত্যি? এই বিষয়ে খোঁজ খবর করতে গিয়ে জানা গেল হিরো মোটকর্পের ওয়েবসাইটে এখনও এমন কোনও খবর নেই। আগামীতে ইলেকট্রিক সাইকেল আসছে, এমন কিছুও কোথাও বলেনি হিরো মোটোকর্প।

হিরো মোটোকর্প না হয়ে যদি হিরো সাইকেল কোম্পানি নতুন এই সাইকেল নিয়ে আসে? তাহলে সেই সংস্থার ওয়েবসাইটেও এই সাইকেল নিয়ে আপডেট থাকার কথা। কিন্তু, হিরো সাইকেলের ওয়েবসাইটেও ৫ হাজার টাকার নীচে কোনও ইলেকট্রিক সাইকেল নেই। আর যে সব ইলেকট্রিক সাইকেল রয়েছে, তার দাম ২৪ হাজারের উপরে। এবং সেই সাইকেলগুলোর রেঞ্জও ৪০ কিলোমিটারের আশেপাশে। ফলে এমন কোনও সাইকেলের এখনও কোনও খোঁজ পায়নি TV9 বাংলা। তবে আগামীতে এমন কোনও সাইকেল সত্যিই আসে কি না সেদিকেই আশা নিয়ে তাকিয়ে থাকবে গোটা দেশের মানুষ।