কলকাতা: Astra Microwave থেকে Bharat Dynamics, Paras Defence থেকে zen technologies, সাম্প্রতিককালে প্রতিরক্ষা খাতের একাধিক স্টক বিনিয়োগকারীদের (Share Market Investment) দিয়েছে ভাল লাভ। কিন্তু, বর্তমানে Zen technologies শ্রীবৃদ্ধি নিয়ে জোর শোরগোল শেয়ার পাড়ায়। বিগত ১ বছরে বিনিয়োগকারীদের আড়াইশো শতাংশের বেশি রিটার্ন দিয়েছে এই সংস্থা। বিগত ৯ মাসে সেই হার ২০৫ শতাংশের বেশি। বিগত ৬ মাসে তা ২০৮ শতাংশের বেশি।
বিগত তিন বছরে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ১০৩৮ শতাংশ। তাই বর্তমানে অল্প সময়ে বড় লাভভ ঘরে তুলতে এই শেয়ারকে বেছে নিচ্ছেন অনেকেই। এই সংস্থার বিগত ৫ বছরের শেয়ার গ্রাফ দেখলে চোখ ছানাবড়া হতে পারে অনেকেরই। ২০২০ সালের ৩ এপ্রিল এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল ২৭ টাকার আশেপাশে। ঊর্ধ্বগতি শুরু হয় ২০২১ সালের শেষ থেকে।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এই সংস্থার শেয়ার ২০০-র গণ্ডি পেরিয়ে যায়। ২০২৩-র শুরুতে তা তিনশোর গণ্ডি পেরিয়ে যায়। বিগত ৫ বছরে এই সংস্থার শেয়ারের দাম ৫২০ টাকার বেশি রিটার্ন দিয়েছে। বর্তমানে ১৮ জুলাই এই শেয়ারের দাম ৬০৩ টাকা। তবে এই তালিকায় পিছিয়ে নেই Astra Microwave। বিগত ১ বছরে এই সংস্থা তাঁদের বিনিয়োগকারীদের ৭১.৯১ শতাংশ রিটার্ন দিয়েছে।
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।