নয়া দিল্লি: জুন মাসে বেশ কিছু অর্থনৈতিক পরিবর্তন ঘটতে চলেছে। যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। একদিকে এসবিআই তাদের হোম লোনের হার বাড়াতে চলেছে। অন্যদিকে, থার্ড পার্টি মোটর ভেহিকল ইনস্যুরেন্সের হারও বাড়বে। স্বর্ণশিল্পেও ঘটতে চলেছে বড় পরিবর্তন। সব মিলিয়ে এই মাসে মোট পাঁচটি এমন আর্থিক বদল ঘটতে চলেছে। কীভাবে তা আপনার পকেটে চাপ বাড়াতে পারে? আসুন দেখে নেওয়া যাক –
বাড়ছে গৃহঋণের সুদের হার
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা এসবিআই তাদের হোম লোন এক্সটারনাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট বা ইবিএলআর (ILBR) ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.০৫ শতাংশ করেছে। বর্ধিত সুদের হার ১ জুন থেকে কার্যকর হবে। ১৫ মে এসবিআই এমসিএলআর (MCLR) ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধিরও কথা ঘোষণা করেছিল।
থার্ড পার্টি মোটর ভেহিকল ইনস্যুরেন্সের প্রিমিয়াম বৃদ্ধি
সড়ক, পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১০০০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন ব্যক্তিগত গাড়ির জন্য থার্ড পার্টি মোটর ভেহিকল ইনস্যুরেন্সের বার্ষিক প্রিমিয়াম বাড়িয়ে ২,০৯৪ টাকা করা হয়েছে। ২০১৯-২০ অর্থবর্ষ থেকে এটি ২,০৭২ টাকা ছিল। ১০০০ থেকে ১৫০০ সিসির ইঞ্জিন ক্ষমতার ব্যক্তিগত গাড়িগুলির জন্য তৃতীয় পক্ষের বীমার প্রিমিয়াম ৩,২২১ টাকা থেকে বাড়িয়ে ৩,৪১৬ টাকা করা হয়েছে৷
এছাড়া, ১৫০ সিসি থেকে ৩৫০ সিসির দুই চাকার গাড়ির জন্য বীমার প্রিমিয়াম হবে ১,৩৬৬ টাকা। ৩৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন দুই চাকার গাড়িগুলি জন্য প্রিমিয়াম হবে ২,৮০৪ টাকা। এই সংশোধিত হারও ১ জুন থেকেই প্রযোজ্য হবে।
সোনার হলমার্কিং
১ জুন থেকে, হলমার্কিং বাধ্যতামূলক করার দ্বিতীয় পর্যায় কার্যকর করা হবে। দেশে ইতিমধ্যেই হলমার্কিং কেন্দ্রর আওতায় থাকা ২৫৬ টি জেলা এবং আরও ৩২ টি নতুন জেলায় সোনার গয়না বা আর্টিফ্যাক্টের হলমার্কিং সম্পূর্ণ বাধ্যতামূলক করা হবে। এই ২৮৮ টি জেলায় শুধুমাত্র ১৪, ১৮, ২০, ২২, ২৩ এবং ২৪ ক্যারেট ওজনের সোনার গয়না এবং শিল্পকর্ম বিক্রি করা যাবে এবং সেগুলোতে হলমার্কিং বাধ্যতামূলকভাবে করতে হবে।
চার্জ ধার্য এইপিএস লেনদেনে
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক বা আইপিপিবি (IPPB) বলেছে, আধার সক্ষম পেমেন্ট সিস্টেম বা এইপিএস লেনদেনের ক্ষেত্রে এবার থেকে ফি লাগবে। প্রথম তিনটি এইপিএস লেনদেন প্রতি মাসে বিনামূল্যে করা যাবে। নগদ তোলা, নগদ লেনদেন, নগদ জমা এবং মিনি স্টেটমেন্ট বের করাকেও – একটি করে এইপিএস (AEPS) লেনদেন হিসাবেই ধরা হবে। প্রথম তিনটির পর থেকে, প্রতিবার লেনদেনে ২০ টাকা + জিএসটি কেটে নেওয়া হবে। মিনি স্টেটমেন্টের ক্ষেত্রে আরও ৫ টাকা অতিরিক্ত জিএসটি দিতে হবে।
বদলাচ্ছে সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্সের পরিমান
আধা-শহর বা গ্রামীণ এলাকায় সমস্ত সেভিংস অ্য়াকাউন্ট এবং স্যালারি অ্যাকাউন্টের গড় মাসিক ব্যালেন্সের পরিমাণ ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)। বিকল্প হিসাবে ১ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করা যেতে পারে। লিবার্টি সেভিংস অ্যাকাউন্টের গড় মাসিক ব্যালেন্সের পরিমাণও ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে। এই বর্ধিত শুল্কগুলি ১ জুন থেকেই কার্যকর হবে।