7th Pay Commission: DA থেকে PF…সরকারি কর্মীদের জন্য তিনটে ভাল খবর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 10, 2022 | 8:15 AM

7th Pay Commission: মোট তিনটি সুখবর রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। জুলাই মাসেই সেই ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর।

7th Pay Commission: DA থেকে PF...সরকারি কর্মীদের জন্য তিনটে ভাল খবর
কর্মীদের জন্য সুখবর

Follow Us

নয়া দিল্লি: দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে প্রচুর মানুষ কাজ করেন। বেতন সহ নানা বিষয় নিয়ে তাঁদের অনেক প্রত্যাশাও রয়েছে। সেই সব কর্মীদের জন্য খুশির খবর। খুব বেশি দেরি নেই। চলতি মাসে অর্থাৎ জুলাইতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য তিন বড় ঘোষণা হতে চলেছে। প্রথমটি ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা সংক্রান্ত, দ্বিতীয়টি ডিএ এরিয়ার অর্থাৎ বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত এবং তৃতীয়টি পিএফ সংক্রান্ত।

বাড়তে পারে ৬ শতাংশ ডিএ

জি নিউজে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ বাড়ানোর ঘোষণা করতে পারে কেন্দ্র। একধাক্কায় বাড়ানো হতে পারে ৬ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা। এই ভাতা যদি বাড়ে তাহলে সরকারি কর্মীদের ডিএ হবে ৪০ শতাংশ। ৩১ জুলাই সেই ঘোষণা করা হবে বলে সূত্রের খবর। তবে এটা সম্পূর্ণভাবে বিশ্লেষকদের অনুমান। আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে কর্মীদের। এআইসিপিআই সূচক, যেটা দেখে ডিএ বাড়বে কি না, তা ঠিক করা হয়, সেটা মে মাসে ছুঁয়েছে ১২৯। তাই সেই হিসেব মতো ৬ শতাংশ ডিএ বাড়বে বলে মনে করা হচ্ছে।

মিলতে পারে ১৮ মাসের বকেয়া ডিএ

১৮ মাস ধরে ডিএ বকেয়া রয়েছে সরকারি কর্মীদের। এবার সেই ডিএ ফের পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২০-র জানুয়ারি থেকে ২০২১-এর জুন পর্যন্ত ডিএ বাকি রয়েছে কর্মীদের। সূত্রের খবর, সেই মহার্ঘ ভাতা এবার দেওয়া হতে পারে। কর্মীদের দেড় লক্ষ টাকা পর্যন্ত বকেয়া রয়েছে। সেই টাকাও এবার দিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এককালীন সেই টাকা অ্যাকাউন্টে আসবে বলে জানা গিয়েছে।

পিএফের ক্ষেত্রেও বড় ঘোষণা!

সরকারি গ্যাজেটে আগেই পিএফের সুদের হার ঘোষণা করা হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে ৮.১০ শতাংশ হারে সুদ মিলেছে। সেই সুদ যাতে কর্মীদের অ্যাকাউন্টে দেওয়া হয়, সেই সুপারিশ করেছে পিএফের সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টি।

 

Next Article