SBI Research: স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে মাথা পিছু বার্ষিক আয় হবে প্রায় ১৫ লাখ, বলছে SBI-র গবেষণায়

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 16, 2023 | 6:30 AM

Narendra Modi: দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, ২০৪৭ সালের মধ্যে বিকাশের নয়া শিখরে পৌঁছে যাবে ভারত। প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের পরই এসবিআই থেকে একটি গবেষণামূলক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

SBI Research: স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে মাথা পিছু বার্ষিক আয় হবে প্রায় ১৫ লাখ, বলছে SBI-র গবেষণায়
নরেন্দ্র মোদী
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই বলেছেন, ২০২৮ সালের মধ্যে গোটা বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। আর প্রধানমন্ত্রীর সেই লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে যথেষ্ট আশাবাদী স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, ২০৪৭ সালের মধ্যে বিকাশের নয়া শিখরে পৌঁছে যাবে ভারত। প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের পরই এসবিআই থেকে একটি গবেষণামূলক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ২০২৩ অর্থবর্ষে দেশের পার ক্যাপিটা ইনকাম (মাথা পিছু আয়) রয়েছে ২ লাখ টাকা। ২০৪৭ অর্থবর্ষের মধ্যে তা এক লম্বা লাফ দেবে বলেই মনে করছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। প্রায় সাড়ে সাত গুণ বেড়ে দেশের মাথা পিছু বার্ষিক আয় পৌঁছে যাবে ১৪.৯ লাখ টাকায়। এসবিআই-এর এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় সরকারের টার্গেট রয়েছে ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত অর্থনীতির দেশে পরিণত করার। মঙ্গলবার স্বাধীনতা দিবসের ভাষণের সময়ে, প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২০৪৭ সালের লক্ষ্য পূরণ করতে ভারতের জন্য আগামী পাঁচ বছর ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রধানমন্ত্রীর কথায়, ২০৪৭ সালের সমৃদ্ধ ভারত শুধু এক স্বপ্ন নয়, এটা ১৪০ কোটি ভারতবাসীর অঙ্গীকার। আর সম্প্রতি এসবিআই-এর গবেষণায় বলা হচ্ছে, দেশের করদাতাদের গড় আয় অনেকটা বেড়ে যাবে ২০৪৭ সালের মধ্যে। ২০২২ অর্থবর্ষে করদাতাদের গড় আয় যেখানে ১৩ লাখ টাকা, ২০৪৭ সালের মধ্যে তা পৌছে যাবে ৪৯.৯ লাখ টাকায়। অর্থাৎ, প্রায় ৫০ লাখ টাকা।

শুধু তাই নয়, বাড়বে করদাতার সংখ্যাও। করদাতাদের সংখ্যা ২০৪৭ সালের মধ্যে বেড়ে পৌঁছে যাবে ৪৮ কোটি ২০ লাখের কাছাকাছি। এখন ২০২৩ অর্থবর্ষে যেখানে করদাতাদের সংখ্যা প্রায় ২২.৪ শতাংশ, ২০৪৭ সালের মধ্যে তা পৌঁছে যাবে ৮৫.৩ শতাংশে, এমনই ইঙ্গিত মিলেছে এসবিআই-এর গবেষণায়।

Next Article