নয়া দিল্লি: স্বাধীনতা দিবসে কৃষকদের জন্য সুখবর এল। রাজ্যের কৃষকদের ঋণ মকুবের কথা ঘোষণা করল তেলঙ্গানা সরকার। ১ লক্ষ টাকার কম ঋণ নেওয়া কৃষকদের কৃষি ঋণ (Agriculture loan) মকুব করা হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের কৃষকদের এই বড় উপহার দিয়েছে চন্দ্রশেখর রাওয়ের সরকার। এর ফলে রাজ্যের ৯ লক্ষেরও বেশি কৃষক সরাসরি উপকৃত হবেন। ঋণ মকুবের জন্য কোটি টাকার ধান ছাড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Telangan CM)। স্বাভাবিকভাবেই স্বস্তি পেলেন বহু কৃষক। সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন তাঁরা।
চলতি বছরের শেষ নাগাদ তেলঙ্গনায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও গত বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর কৃষকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাঁর সরকার কৃষকদের ঋণ মকুব করবে। সেজন্য আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের কৃষিঋণ মকুব করে স্বাধীনতার বিশাল উপহার দিয়েছেন। বলা হচ্ছে যে সর্বাধিক ৯৯,৯৯৯ টাকার ঋণ মকুব করা হবে। এ জন্য সরকার ব্যাংকগুলোকে সরাসরি অর্থ প্রদান করবে।
৯০২৮৪৩ কৃষক ঋণমুক্ত হবে
কৃষি ঋণ মকুবের ঘোষণা করে মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও বলেছিলেন যে, সরকার অবিলম্বে ব্যাঙ্কগুলিতে ঋণ পরিশোধ করবে। একই সময়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে, অর্থ বিভাগ ঋণ মকুবের জন্য ৫,০৯.৭৮ কোটি টাকা ছাড় করেছে। এতে ৯০ হাজার ৮৪৩ জন কৃষক ঋণমুক্ত হবেন।
ব্যাঙ্কগুলিকে দেওয়া হয়েছিল ১৯৪৩.৬৪ কোটি টাকা
দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরে, সিএম কে চন্দ্রশেখর রাও ১১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত এক লাখ টাকার কম কৃষি ঋণ নেওয়া কৃষকদের ঋণ মকুব করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু, করোনা ভাইরাস ও লকডাউনের কারণে সরকার এই সিদ্ধান্ত নিতে পারেনি। একই সময়ে, ২ অগস্ট মুখ্যমন্ত্রী কেসিআর বলেছিলেন যে তিনি ৪৫ দিনের মধ্যে ঋণ মকুব করবেন। তারপর সরকার ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ নেওয়া কৃষকের ঋণ মকুব করেছিল। পরিবর্তে, ব্যাঙ্কগুলিতে ১৯৪৩.৬৪ কোটি টাকা দেওয়া হয়েছিল।