Amul Milk: আমেরিকাতে এবার ‘আমুল’ পরিবর্তন, ভারতীয় সংস্থার হাত ধরে নতুন রেকর্ড

Mar 23, 2024 | 7:40 PM

Amul Milk: গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) আমেরিকায় আমুল ব্র্যান্ডের দুধ বিক্রি করার জন্য আমেরিকার ১০৮ বছরের পুরনো ডেইরি 'মিশিগান মিল্ক প্রডিউসারস অ্যাসোসিয়েশন'-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

Amul Milk: আমেরিকাতে এবার ‘আমুল’ পরিবর্তন, ভারতীয় সংস্থার হাত ধরে নতুন রেকর্ড
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: ‘আমুল দুধ পিতা হ্যায় ইন্ডিয়া’… না-না, এখন শুধু ভারতের মানুষই নয়, আমেরিকার মানুষও এই সুরের সঙ্গে মাথা দোলাবে। নিশ্চয় অবাক হচ্ছেন? কিন্তু, এটাই সত্য হতে চলেছে। এবার আমেরিকার মানুষও আমুল দুধের স্বাদ পেতে চলেছেন।  নতুন ইতিহাস তৈরির পথে আমুল ব্র্যান্ডের মালিক গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনও। এই প্রথম আমেরিকায় ভারতের কোনও দুধের ব্র্যান্ড পা রাখতে চলেছে। ভারতের বাজারে আমুল একটি বড় নাম। এই সংস্থার সাফল্যের হাত ধরে দেশে ডেয়ারি কো-অপারেটিভের প্রসার ঘটেছিল। এতদিন রোজ সকালে লক্ষ লক্ষ লিটার দুধ মানুষের ঘরে পৌঁছে যেত আমুলের হাত ধরে। এবার সেই আমেরিকাতেও নিজের শক্তি প্রদর্শন করতে চলেছে মার্কিন মুলুকেও। 

সূত্রের খবর, গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) আমেরিকায় আমুল ব্র্যান্ডের দুধ বিক্রি করার জন্য আমেরিকার ১০৮ বছরের পুরনো ডেইরি ‘মিশিগান মিল্ক প্রডিউসারস অ্যাসোসিয়েশন’-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের বার্ষিক সভায় জিসিএমএমএফের ম্যানেজিং ডাইরেক্টর জয়েন মেহতা এই ঘোষণা করেন। এই প্রথম আমুল ব্র্যান্ডের দুধ রতের বাইরে আমেরিকার মতো বাজারে লঞ্চ করা হচ্ছে। প্রসঙ্গত, আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত জনসংখ্য়াও নেহাত কম নয়। সেখানে আমুলের দুধ বাজারে এলে দ্রুত জনপ্রিয়তা পাবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের অনেকেই। 

সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রে আমুল এক গ্যালন (৩.৮ লিটার) এবং হাফ গ্যালন (১.৯ লিটার) প্যাকেজিংয়ে দুধ বিক্রি করবে। আমেরিকায়, শুধুমাত্র ৬ শতাংশ ফ্যাট সহ Amul Gold ব্র্যান্ড, ৪.৫ শতাংশ ফ্যাট সহ Amul Shakti ব্র্যান্ড, ৩ শতাংশ ফ্যাট সহ Amul Taaza এবং ২ শতাংশ ফ্যাট সহ Amul Slim ব্র্যান্ডের দুধ বিক্রি হবে বলে জানা যাচ্ছে। 

Next Article