নয়া দিল্লি: আধার কার্ড যাচাই বা তথ্য সংশোধনের ক্ষেত্রে কমছে আরও খরচ। গ্রাহকদের সুবিধার কথা ভেবে এ বার আধার কার্ড তৈরির সংশ্লিষ্ট সরকারি সংস্থার তরফে জানানো হল, এ বার থেকে আধার কার্ডের প্রমাণীকরণ(Aadhar Card Authentication)-র জন্য এ বার থেকে আর ২০ টাকা করে লাগবে না। মাত্র ৩ টাকা খরচ করেই এই কাজ সম্পন্ন হবে।
সম্প্রতিই এনপিসিআই-আইএএমএআই(NPCI-IAMAI)–র তরফে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্ট(Global Fintech Fest)-র আয়োজন করা হয়েছিল। সেখানেই ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার সিইও সৌরভ গর্গ জানান, আধার কার্ড সম্পর্কিত কাজের খরচ কমানো হচ্ছে। সাধারণ মানুষ যাতে আরও কম খরচে পরিষেবা পান এবং বিভিন্ন সংস্থাও যাতে দ্রুত কাজ করে, সেই লক্ষ্যেই আধার কার্ড প্রমাণীকরণের জন্য এবার থেকে ২০ টাকার বদলে মাত্র ৩ টাকা লাগবে।
এখনও অবধি ৯৯ কোটিরও বেশি ই-কেওয়াইসি(e-KYC)-র কাজ হয়েছে আধার সিস্টেম ব্যবহার করে। চলতি মাসেই ইউআইডিএআই(UIDAI)-র তরফে জানানো হয়েছিল, যারা মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করেননি, তারাও এ বার থেকে ইউআইডিএআই-র ওয়েবসাইট থেকে সরাসরি আধারকার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
ইউআইডিএআই-র তরফে জানানো হয়েছে, আধার কার্ড প্রমাণীকরণ বা আপডেটের ক্ষেত্রে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, তাকে আধার (প্রাইজিংঅব আধার অথেন্টিকেশন সার্ভিস) নিয়ম ২০২১ বলা হচ্ছে।