বর্তমানে আধার কার্ড (Aadhar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। শুধুমাত্র পরিচয়পত্র হিসেবেই নয় বিভিন্ন সরকারি পরিষেবা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আধার কার্ড প্রয়োজন। সেই কারণে প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। তবে বিভিন্ন সময় প্রযুক্তিগত ত্রুটি অথবা অন্যান্য কারণে আধার কার্ডেও ভুল ত্রুটি ধরা পড়ে। সেই কারণে আধার উপভোক্তাকে সমস্যার মধ্যে পড়তে হয়। আধার কার্ডের ছবি, নাম, জন্মতারিখের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভুল থাকলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তবে আধার কার্ডে কোনও ভুল তথ্য থাকলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
আধার কার্ডের কোনও তথ্য আপডেট করতে অথবা নাম, ঠিকানা, জন্মতারিখের মতো তথ্যগুলির সংশোধন করতে আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে, সেখানে গিয়েই যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আপনার এলাকার নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টার কীভাবে খুঁজে পাবেন? এক নজরে দেখে নেওয়া যাক…