Aadhaar Card দেখিয়েও আপনি পেতে পারেন কোটি টাকার ঋণ, কীভাবে জানেন?
Udyog Aadhaar: যে কোনও সরকারি কাজেই আধার কার্ড থাকা প্রয়োজনীয়। আধার কার্ড না থাকলে, গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। তবে আধার কার্ড সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা অধিকাংশেরই অজানা। এই যেমন আপনি কি জানেন যে আধার কার্ড দেখিয়ে আপনি লাখ টাকার ঋণ পেতে পারেন।
নয়া দিল্লি: ভারতীয় নাগরিকদের জন্য বাধ্যতামূলক আধার কার্ড। যে কোনও সরকারি কাজেই আধার কার্ড থাকা প্রয়োজনীয়। আধার কার্ড না থাকলে, গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। তবে আধার কার্ড সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা অধিকাংশেরই অজানা। এই যেমন আপনি কি জানেন যে আধার কার্ড দেখিয়ে আপনি লাখ টাকার ঋণ পেতে পারেন। কীভাবে সম্ভব? জেনে নিন-
না, এই আধার কার্ড সাধারণ নয়, এমন একটি আধার কার্ড রয়েছে, যার মাধ্যমে ঋণ পাওয়া যেতে পারে। ৫ বছরের শিশুদের জন্য যেমন বাল আধার হয়, তেমনই আরেকটি বিশেষ আধার কার্ড হল “উদ্যোগ আধার” (Udyog Aadhaar)।
এই আধার কার্ডটি বিশেষভাবে ব্যবসায়ীদের জন্যই। এই আধার কার্ডের মাধ্যমে ২৫ লক্ষ টাকা থেকে সর্বাধিক ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। এর জন্য কোনও জমানত দিতে হয় না। এছাড়া ঋণের সুদে ভর্তুকিও পাওয়া যায় এই আধার কার্ডের মাধ্যমে।
এই খবরটিও পড়ুন
ছোট ও মাঝারি মাপের ব্যবসায়ী ও উদ্যোগপতিদের জন্য এই ধরনের আধার কার্ড ইস্যু করা হয়। ব্যবসায়ীদের ঋণ পেতে যাতে সুবিধা হয়, তার লক্ষ্যেই এই বিশেষ আধার কার্ড এনেছে কেন্দ্রীয় সরকার।
এই আধার কার্ডের আরও একটি সুবিধা হল আবগারি ও ডিরেক্ট ট্যাক্সে ছাড় পাওয়া যায়। ব্যবসার পেটেন্ট ও ট্রেডমার্ক ফাইল করার সময়ও ভর্তুকিতে ৫০ শতাংশ পাওয়া যায়।