নয়া দিল্লি: আধুনিক যুগে প্রযুক্তির যেমন উন্নতি হয়েছে, তেমনই বিপদও বেড়েছে। কোনও তথ্যই সুরক্ষিত থাকছে না। যতই নিরাপদ বলয় থাকুক না কেন, হ্যাকাররা ব্যক্তিগত-গোপনীয় তথ্য হাতিয়ে নিচ্ছে। আধার কার্ডের (Aadhaar Card) তথ্য চুরি করে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা আকছারই সামনে আসে। তথ্য সুরক্ষিত রাখতে ইউআইডিএআই(UIDAI)-র তরফে আধার নম্বর লক রাখার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আধার কার্ড লক করলেই কি তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকছে?
ইউআইডিএআই (UIDAI) বলছে, ‘হ্যাঁ’। যদি আপনি আধার কার্ড লক করে রাখেন, তবে আধারের তথ্য চুরি হওয়ার আর সম্ভাবনা নেই। ইউআইডিএআই-র অফিসিয়াল ওয়েবসাইট www.myaadhaar.uidai.gov.in- এ ক্লিক করে বা mAadhaar অ্যাপ থেকে আপনি আধার কার্ড লক করে দিতে পারেন। একবার আধার কার্ড লক করে দিলে ওটিপি ও অন্যান্য ভেরিফিকেশন ধাপ পার করা ছাড়া আধার কার্ড আনলক করা অসম্ভব। অর্থাৎ আধার কার্ড আনলক না করলে, আপনি আধারের কোনও তথ্য ব্যবহার করতে পারবেন না।