নয়া দিল্লি: কেন্দ্রের নির্দেশ ছিল যে আগামী ৩১ মার্চের মধ্যে বাধ্য়তামূলকভাবে লিঙ্ক করতে হবে আধার কার্ড (Aadhaar Card) ও প্য়ান কার্ড(PAN Card)। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আধার ও প্যান কার্ড লিঙ্ক না করা হয়, তবে বাতিল হয়ে যাবে প্যান কার্ড। কেন্দ্রের তরফে বারংবার ৩১ মার্চের মধ্যেই দুই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র লিঙ্ক করানোর নির্দেশ দেওয়া হলেও, দেশের কোটি কোটি মানুষ সেই কাজ এখনও অবধি করেননি। সেই কারণেই বাধ্য় হয়ে কেন্দ্রের তরফে আধার-প্যান কার্ডের লিঙ্ক করানোর সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। তবে এই কাজের জন্য এবার ১ হাজার টাকা জরিমানা(Fine) দিতে হবে। এই জরিমানা দেওয়ার সময়ে একটা বিষয় মাথায় রাখা দরকার। তা হল জরিমানা দেওয়ার সময়ে আপনাকে অ্যাসেসমেন্ট ইয়ার (Assessment Year) সিলেক্ট করতে হবে।
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার জন্য আগামী ৩০ জুন অবধি বাড়ানো হয়েছে। তবে এর জন্য সকলকে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে। এই জরিমানা দেওয়ার জন্য প্রথমেই আপনাকে আয়কর বিভাগের পোর্টালে ২০২৪-২৫ অর্থবর্ষ সিলেক্ট করতে হবে। ৩১ মার্চের আগে যারা আধার কার্ড-প্যান কার্ড লিঙ্ক করছেন, তারা ২০২৩-২০২৪ অর্থবর্ষ সিলেক্ট করেছিলেন।
আয়কর দফতরের পোর্টালের মাধ্যমে-
প্রথমে আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ‘https://www.incometax.gov.in/iec/foportal/ – এ ক্লিক করতে হবে।
এরপরে ‘কুইক লিঙ্ক’ সেকশনের মধ্যে ‘লিঙ্ক আধার’ অপশন সিলেক্ট করতে হবে।
এবার আপনাকে নতুন একটি পেজে রি-ডিরেক্ট করা হবে। এখানে আপনাকে নিজের প্যান নম্বর, আধার কার্ড নম্বর সহ অন্য়ান্য প্রয়োজনীয় নথিগুলি ফিল আপ করতে হবে।
যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক হয়ে যায়, তবে আয়কর বিভাগের ওয়েবসাইটে এই মেসেজ দেখানো হবে- “ইউর প্যান ইজ অলরেডি লিঙ্কড টু গিভেন আধার”।
১. আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে।
২. প্যান কার্ড অচল হয়ে যাওয়ায় আপনি আয়কর জমা দিতে পারবেন না।
৩. বকেয়া থাকা আয়কর রিটার্নও পাবেন না।
৪. আপনার যদি কোনও বকেয়া আয়কর রিফান্ড থাকে, তবে সেই টাকাও আপনি পাবেন না।
৫. প্যান কার্ড বাতিল হয়ে যাওয়ায় অতিরিক্ত আয়কর জমা দিতে হবে।