ওয়াশিংটন: নতুন বছরে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে একাধিক সংস্থা। এর মধ্যে অন্যতম হল অ্যামাজ়ন। এই বছর মোট ২৭ হাজার কর্মীকে বাড়ির রাস্তা দেখিয়ে দিয়েছে এই সংস্থা। তবে কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত খুব একটা সহজ ছিল না সংস্থার জন্যও। তা আগেই জানিয়েছিলেন অ্যামাজ়নের সিইও অ্য়ান্ডি জাসি। এবার শেয়ার হোল্ডারদের উদ্দেশে লেখা বার্ষিক চিঠিতেও তিনি উল্লেখ করলেন এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত কঠিন হলেও তা দীর্ঘ মেয়াদে সংস্থার জন্যই লাভজনক হবে।
অ্যামাজনের শেয়ার হোল্ডারদের উদ্দেশে লেখা বার্ষিক চিঠিতে তিনি জানিয়েছেন, অতীতে বড় চ্য়ালেঞ্জের মধ্য়ে দিয়ে গিয়েছে সংস্থা। তাই সংস্থার খরচ কমাতে ২৭ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তিনি আত্মবিশ্বাসী যে, এই উপায়ে সংস্থার খরচ কমানোর প্রচেষ্টা দীর্ঘ মেয়াদে এই প্রযুক্তি সংস্থার প্রবৃদ্ধিতেই সাহায্য করবে। তিনি চিঠিতে লিখেছেন, “গত কয়েক মাস ধরে আমরা সংস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেছি। নিজেদেরই জিজ্ঞাসা করেছি, পর্যাপ্ত রাজস্ব, অপারেটিং আয়, বিনামূল্যে নগদ প্রবাহ ও বিনিয়োগ করা মূলধনের রিটার্নের জন্য প্রতিটি উদ্যোগের দীর্ঘমেয়াদী সম্ভাবনা সম্পর্কে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে কি না তা পর্যালোচনা করেছি।” এইসব ভাবনা চিন্তা করার পর অ্যামাজনের বেশ কিছু ফিজিক্যাল স্টোর বন্ধ হয়ে যায়। যেমন অ্যামাজন বুক স্টোর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে সংস্তার তরফে। যেসব জায়গায় ভাল রিটার্ন মেলেনি সেখানে বিনিয়োগ করা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন সিইও।
এই চিঠিতেই সিইও উল্লেখ করেন, কোথায় কীভাবে নিজেদের টাকা ও কর্মী কাজে লাগিয়ে বেশি রিটার্ন আনা যায় তা পুনর্বিবেচনা করা হয়েছে। এরপরই একটি কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি লেখেন, “২৭ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খরচে রাশ টানতে গত কয়েক মাসে আরও অনেক কিছু পরিবর্তন আনা হয়েছে।” তবে কর্মী ছাঁটাই করা হলেও পরবর্তীকালে কর্মী নিয়োগও করা হবে বলে জানিয়েছেন তিনি। অ্যান্ড্রি জানিয়েছেন, বেশ কিছু নতুন ক্ষেত্রেও বিনিয়োগ করা শুরু করেছে। বর্তমানে ওপেন এআই ChatGPT-র রমরমা মাথায় রেখে কৃত্তিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করছে অ্যামাজন। ভবিষ্যতে মুনাফার কথা ভেবেই এইসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।