Aadhaar Card Update: আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ল

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 17, 2023 | 5:34 AM

UIDAI: এমন অনেক ব্যক্তি রয়েছেন, যাঁদের ঠিকানা বা ফোন নম্বর বদল হলেও আধার কার্ড আপডেট করেননি। মূলত, তাঁদের জন্যই বিনামূল্যে আধার আপডেটের সুযোগ দেওয়া হচ্ছে এবং আরও ৩ মাস সময়সীমা বাড়ানো হল।

Aadhaar Card Update: আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ল
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: সাময়িক স্বস্তির বার্তা! বিনামূল্যে আধার আপডেট (AAdhar Card Update) নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র। বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা বাড়ানো হয়েছে। এতদিন বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ ছিল ১৪ জুন, ২০২৩। সেটি আরও তিনমাস বাড়ানো হয়েছে। অর্থাৎ এখন বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ হল, আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৩। ফলে ১৪ জুনের মধ্যে যাঁরা আধার কার্ড আপডেট করতে পারেননি, তাঁরা আবার বিনামূল্যে আধার আপডেট করার জন্য অতিরিক্ত সময় পাচ্ছেন। জন্য এটি স্বস্তির বিষয়।

বিনামূল্যে অনলাইনে আধার আপডেট করা যাবে

আগামী ৩ মাস বাড়িতে বসেও বিনামূল্যে অনলাইনে আধার আপডেট করা যাবে। আধার পোর্টালের মাধ্যমে অনলাইনে মোবাইল নম্বর বা ই-মেইল আইডি আপডেট করা যাবে। এর জন্য কোনও ফি নেওয়া হবে না।

তবে যদি আধার কার্ডের কিছু আপডেট করার জন্য আধার কেন্দ্রে যান, তাহলে সেখানে আপডেট করার জন্য ৫০ টাকা ফি দিতে হতে পারে।

প্রসঙ্গত, এমন অনেক ব্যক্তি রয়েছেন, যাঁদের ঠিকানা বা ফোন নম্বর বদল হলেও আধার কার্ড আপডেট করেননি। মূলত, তাঁদের জন্যই বিনামূল্যে আধার আপডেটের সুযোগ দেওয়া হচ্ছে এবং আরও ৩ মাস সময়সীমা বাড়াল UIDAI কর্তৃপক্ষ।

Next Article