Electronic Goods Price: টিভি, ল্যাপটপ বা মোবাইল কিনবেন ভাবছেন? অপেক্ষা করুন পুজো অবধি, সস্তা হবে সব ইলেকট্রনিক গুডস

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 17, 2023 | 7:19 AM

Electronic goods may get cheaper: টিভি, মোবাইল বা কম্পিউটার-ল্যাপটপ কিনবেন বলে ভাবছেন? তাহলে বলব, কয়েকটা দিন অপেক্ষা করে যান। শিগগিরই সস্তা হতে চলেছে সমস্ত ইলেকট্রনিক সামগ্রী।

Electronic Goods Price: টিভি, ল্যাপটপ বা মোবাইল কিনবেন ভাবছেন? অপেক্ষা করুন পুজো অবধি, সস্তা হবে সব ইলেকট্রনিক গুডস
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: টিভি, মোবাইল বা কম্পিউটার-ল্যাপটপ কিনবেন বলে ভাবছেন? তাহলে বলব, কয়েকটা দিন অপেক্ষা করে যান। শিগগিরই সস্তা হতে চলেছে সমস্ত ইলেকট্রনিক সামগ্রী। কোভিডের পর, চড়চড় করে বেড়েছিল, গত ২ বছরে তা ছিল সর্বোচ্চ স্তরে। এখন, এই ইলেকট্রনিক পণ্যগুলির দাম এবং একইসঙ্গে সেই সব সামগ্রী কারখানা পর্যন্ত পৌঁছে দেওয়া বা সেখান থেকে নিয়ে আসার খরচ প্রাক-কোভিড স্তরে নেমে এসেছে। আর এই কারণেই অর্থনীতিবিদরা অনুমান করছেন, দুর্গাপূজা এবং দীপাবলির উত্সবের মরসুমে ইলেকট্রনিক সামগ্রীগুলির আরও সস্তা হবে। ফলে যারা টিভি বা কম্পিউটার বা অন্য কোনও ইলেকট্রনিক পণ্য কেনার পরিকল্পনা করছেন, তাঁরা দীপাবলি পর্যন্ত অপেক্ষা করে যান, এগুলির দাম আরও কমাতে পারে সংস্থাগুলি। পরিসংখ্যান বলছে, গত এক বছর ধরে ইলেকট্রনিক আইটেমের চাহিদা ক্রমে কমছে। এমন পরিস্থিতিতে সংস্থাগুলিও তাদের স্টক ক্লিয়ার করতে চায়। ফলে পুজো বা দীপাবলির উৎসবের মরসুমে এগুলির দাম অনেকটাই কম হতে পারে।

উৎসবের মরসুমে বাড়তে পারে লাভ

ইনপুট খরচ কমে যাওয়ার কারণে ইলেকট্রনিক পণ্য বিক্রকারী সংস্থাগুলির ‘অপারেটিং মার্জিন’ বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিদেশেও পণ্য পরিবহনের খরচ কমেছে। চিন থেকে কনটেইনার শিপিং-এর খরচ করোনার সময় ৮০০০ মার্কিন ডলারে পৌঁছে গিয়েছিল। এই খরচ এখন ৮৫০ থেকে ১০০০ ডলারে নেমে এসেছে।

দীপাবলিতে কমতে পরে দাম

স্মার্টফোন নির্মাতা জৈনা গ্রুপের এমডি প্রদীপ জৈন বলেছেন, মোবাইলে যে সব ইলেকট্রনিক চিপ ব্যবহার করা হয় সেগুলির এবং ক্যামেরা মডিউলগুলির দাম কমেছে। স্মার্টফোনের অন্যান্য যন্ত্রাংশের দামও কমেছে। এই অবস্থায় চাহিদা বাড়লেই লাভ বাড়বে মোবাইল নির্মাতাদের। প্রদীপ জৈন বলেছেন, পুজো-দীপাবলির উৎসবের মরসুমে ইলেকট্রনিক সামগ্রী কেনার ক্ষেত্রে বড় মাপের ছাড় দেওয়া হতে পারে। তাতে চাহিদা ব্যাপকভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

Next Article