নয়া দিল্লি: দুর্ঘটনা, খারাপ আবহাওয়া বা রেল লাইনের মেরামতির কারণে অনেক সময়ই ট্রেন বাতিল (Train Cancel) করতে বাধ্য হয় ভারতীয় রেলওয়ে (Indian Railway)। যাত্রীরা যেমন ট্রেনের টিকিট বাতিল করলে, রেল ক্যানসেলেশন চার্জ(Cancellation Charge)-টুকু কেটে নিয়ে বাকি টাকা ফেরত দিয়ে দেয়। তেমনই রেলের তরফেও যদি ট্রেন বাতিল করা হয়, তবে সেক্ষেত্রে রেলওয়ের তরফে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দিয়ে দেওয়া হয়। কোনও ক্যানসেলেশন চার্জ নেওয়া হয় না। তবে কীভাবে এই রিফান্ড পেতে পারেন, সে বিষয়ে অনেকেই জানেন না। যদি কোনও কারণে আপনার ট্রেন বাতিল হয়, তবে চিন্তার কারণ নেই। রিফান্ডের জন্য আপনাকে কোথাও যেতে হবে না। যদি ট্রেন তিন ঘণ্টার বেশি দেরি করে এবং আপনি কোনও কারণে ট্রেনে উঠতে না পারেন, তবে আপনাকে টিকিট ডিপোজিট রিসিপ্ট বা টিডিআর (TDR) পূরণ করতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, ট্রেন ছাড়ার আগে আপনাকে এই টিডিআর জমা দিতে হবে।
উল্লেখ্য, কোনও কারণে যদি ট্রেন বাতিল করে দেওয়া হয়, তবে রেলওয়ের তরফে ক্যানসেল হওয়া ট্রেনের তালিকা স্টেশনে ও রেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।