Aadhaar Card নিয়ে কেন্দ্রের বড় ঘোষণা, ১৪ সেপ্টেম্বরে মধ্যে করুন কাজ

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 14, 2024 | 9:07 AM

Aadhaar Card update: আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI)-র তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তির যদি আধার কার্ড ১০ বছরের পুরনো হয়, তবে আধার কার্ড আপডেট করতে হবে। পরিচয় সংক্রান্ত যাবতীয় নথি আপডেট করতে হবে। 

Aadhaar Card নিয়ে কেন্দ্রের বড় ঘোষণা, ১৪ সেপ্টেম্বরে মধ্যে করুন কাজ
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: আধার কার্ড নিয়ে কেন্দ্রের বড় ঘোষণা। আপনার আধার কার্ড যদি ১০ বছরের পুরনো হয়, তবে এই কাজ অবশ্যই করতে হবে। কেন্দ্রের তরফে জানানো হল, নিখরচায় আপডেট করা যাবে আধার কার্ড। একইসঙ্গে আধার কার্ডের আপডেটের সময়সীমাও বাড়ানো হল। এবার ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিখরচায় আপডেট করা যাবে আধার কার্ড।

আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI)-র তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তির যদি আধার কার্ড ১০ বছরের পুরনো হয়, তবে আধার কার্ড আপডেট করতে হবে। পরিচয় সংক্রান্ত যাবতীয় নথি আপডেট করতে হবে।

আগে ইউআইডিএআই-র তরফে ১৪ জুন পর্যন্ত বিনামূল্য আধার কার্ড আপডেটের সুযোগ দেওয়া হয়েছিল। এবার সেই সময়সীমা আরও বাড়ানো হল। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিখরচায় আধার কার্ড আপডেট করা যাবে।

এর আগে আধার কার্ড আপডেটের শেষ তারিখ ছিল ১৫ ডিসেম্বর, ২০২৩। পরে তা বাড়িয়ে ১৪ জুন করা হয়। কিন্তু এখনও পর্যন্ত দেশের একটা বড় সংখ্যক মানুষই আধার কার্ড আপডেট না করানোয়, সময়সীমা আবার বাড়ানো হল।

ইউআইডিএআই-র তরফে জানানো হয়েছে, বিপুল সংখ্যক মানুষের আধার কার্ড ১০ বছর আগে ইস্যু করা হয়েছিল। তারা পরে আর আধার কার্ড আপডেট করাননি। সরকার চায়, দ্রুত আধার কার্ড আপডেটের কাজ শেষ হোক। ইউআইডিএআই-র নিয়ম অনুযায়ী, প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডে বায়োমেট্রিক ও ঠিকানা আপডেট করা আবশ্যক।

Next Article