সোশ্যাল মিডিয়ায় ‘কাপল গোলস’ এখন বুমরা দম্পতি, সঞ্জনা কত টাকা উপার্জন করেন জানেন?

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 14, 2024 | 12:55 PM

Sanjana Ganeshan: ২০১৯ সালের বিশ্বকাপের সময় ম্যাচ পয়েন্ট এবং চিকি সিঙ্গলস-র মতো শো হোস্ট করেছিলেন সঞ্জনা। সেই সময় থেকেই জনপ্রিয় হন সঞ্জনা।

1 / 9
হোয়াটস ফর ডিনার? বুমরাকে প্রশ্ন করছেন টিভি শোয়ের হোস্ট। কে এই সঞ্চালিকা,কেনই বা তিনি জশপ্রীত বুমরার কাছ থেকে রাতের খাবার নিয়ে জানতে চাইলেন।

হোয়াটস ফর ডিনার? বুমরাকে প্রশ্ন করছেন টিভি শোয়ের হোস্ট। কে এই সঞ্চালিকা,কেনই বা তিনি জশপ্রীত বুমরার কাছ থেকে রাতের খাবার নিয়ে জানতে চাইলেন।

2 / 9
সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে বেশ কয়েকদিন ধরে। ক্রিকেটার জশপ্রীত বুমরার সাক্ষাৎকার নিচ্ছেন টিভি সঞ্চালিকা সঞ্জনা গণেশন।

সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে বেশ কয়েকদিন ধরে। ক্রিকেটার জশপ্রীত বুমরার সাক্ষাৎকার নিচ্ছেন টিভি সঞ্চালিকা সঞ্জনা গণেশন।

3 / 9
সঞ্চালিকার পাশাপাশি সঞ্জনার আরেকটা পরিচয় রয়েছে। তিনি জশপ্রীত বুমরার স্ত্রী। টিভি সঞ্চালিকা হিসাবে তিনি কত টাকা উপার্জন করেন জানেন?

সঞ্চালিকার পাশাপাশি সঞ্জনার আরেকটা পরিচয় রয়েছে। তিনি জশপ্রীত বুমরার স্ত্রী। টিভি সঞ্চালিকা হিসাবে তিনি কত টাকা উপার্জন করেন জানেন?

4 / 9
টি-২০ বিশ্বকাপে আইসিসি-র ডিজিটাল প্ল্যাটফর্মে সঞ্চালিকা হিসাবে কাজ করছেন সঞ্জনা। তিনি প্রতিটি ম্যাচ হোস্ট করার জন্য ৩০ লক্ষ টাকা চার্জ নেন।

টি-২০ বিশ্বকাপে আইসিসি-র ডিজিটাল প্ল্যাটফর্মে সঞ্চালিকা হিসাবে কাজ করছেন সঞ্জনা। তিনি প্রতিটি ম্যাচ হোস্ট করার জন্য ৩০ লক্ষ টাকা চার্জ নেন।

5 / 9
অ্যাঙ্করিংয়ের পাশাপাশি মডেলিং-ও করেন। মডেলিংয়ের জন্য ১০ লক্ষ টাকা আয় করেন।

অ্যাঙ্করিংয়ের পাশাপাশি মডেলিং-ও করেন। মডেলিংয়ের জন্য ১০ লক্ষ টাকা আয় করেন।

6 / 9
যদি বুমরার স্ত্রীর মোট সম্পত্তির কথা বলা যায়, তবে তাঁর ৪ কোটি টাকার সম্পত্তি রয়েছে। সেখানেই বুমরার মোট সম্পত্তির পরিমাণ ৫৫ কোটি টাকা।

যদি বুমরার স্ত্রীর মোট সম্পত্তির কথা বলা যায়, তবে তাঁর ৪ কোটি টাকার সম্পত্তি রয়েছে। সেখানেই বুমরার মোট সম্পত্তির পরিমাণ ৫৫ কোটি টাকা।

7 / 9
প্রসঙ্গত, ২০১৯ সালের বিশ্বকাপের সময় ম্যাচ পয়েন্ট এবং চিকি সিঙ্গলস-র মতো শো হোস্ট করেছিলেন সঞ্জনা। সেই সময় থেকেই জনপ্রিয় হন সঞ্জনা।

প্রসঙ্গত, ২০১৯ সালের বিশ্বকাপের সময় ম্যাচ পয়েন্ট এবং চিকি সিঙ্গলস-র মতো শো হোস্ট করেছিলেন সঞ্জনা। সেই সময় থেকেই জনপ্রিয় হন সঞ্জনা।

8 / 9
শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্সের হয়েও 'দ্য নাইট ক্লাব'শো -হোস্ট করেছিলেন।

শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্সের হয়েও 'দ্য নাইট ক্লাব'শো -হোস্ট করেছিলেন।

9 / 9
বুমরার সঙ্গে তাঁর পরিচয়ও শোয়ের সঞ্চালনার মধ্যে দিয়েই হয়। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম এবং বিয়ে।

বুমরার সঙ্গে তাঁর পরিচয়ও শোয়ের সঞ্চালনার মধ্যে দিয়েই হয়। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম এবং বিয়ে।

Next Photo Gallery