Aadhaar Card Update: আধার কার্ডে নাম বা ঠিকানা ভুল রয়েছে? ১৪ জুনের মধ্যেই এই কাজ করুন, নাহলে সমস্যা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 30, 2023 | 7:15 AM

Aadhaar Card Update: ইউআইডিএআই-র তরফে জানানো হয়েছে, যারা বিগত ১০ বছর ধরে আধার কার্ড আপডেট করেননি, তারা যথাযথ তথ্য প্রমাণ দিয়ে https://myaadhaar.uidai.gov.in -এ ওয়েবসাইটে গিয়ে তথ্য আপডেট করতে পারেন।

Aadhaar Card Update: আধার কার্ডে নাম বা ঠিকানা ভুল রয়েছে? ১৪ জুনের মধ্যেই এই কাজ করুন, নাহলে সমস্যা
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: সরকারি হোক বা বেসরকারি, যে কোনও অফিসিয়াল কাজের জন্যই আধার কার্ড থাকা বাধ্যতামূলক। সম্প্রতিই আধার কার্ড ও প্য়ান কার্ডের লিঙ্ক করা নিয়েও নির্দেশিকা জারি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। গত ৩১ মার্চের মধ্যে বাধ্যতামূলকভাবে আধার কার্ডের সঙ্গে প্য়ান কার্ডের লিঙ্ক করানোর কথা বলা হয়েছিল। পরে সাধারণ জনগণের সুবিধার কথা ভেবেই আধার-প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ জুন মাস অবধি বাড়ানো হয়। তবে অনেকেই এমন রয়েছেন, যাদের আধার কার্ডের তথ্যে নাম বা জন্মতারিখ কিংবা বাড়ির ঠিকানা ভুল রয়েছে। আপনি যদি নতুন আধার কার্ড তৈরি করতে চান বা বর্তমান আধার কার্ডে তথ্যের পরিবর্তন আনতে চান, তবে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সাধারণত এই কাজের জন্য ৫০ টাকা চার্জ লাগলেও বর্তমানে এই কাজের জন্য কোনও টাকা লাগছে না।

কোনও ব্যক্তির বায়োমেট্রিক, ঠিকানা, ইমেল, ফোন নম্বর সহ অন্যান্য তথ্য আপডেট করা যায় ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে। ইউআইডিএআই-র তরফে জানানো হয়েছে, যারা বিগত ১০ বছর ধরে আধার কার্ড আপডেট করেননি, তারা যথাযথ তথ্য প্রমাণ দিয়ে https://myaadhaar.uidai.gov.in -এ ওয়েবসাইটে গিয়ে তথ্য আপডেট করতে পারেন।

গত ১৫ মার্চ থেকে এই তথ্য আপডেট করার প্রক্রিয়ায় কোনও ফি লাগছিল না। আগামী ১৪ জুন অবধি এই তথ্য আপডেট করার জন্য কোনও ফি লাগবে না বলেই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। অনলাইনে এই তথ্য আপডেট করার জন্য পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র লাগবে।

Next Article