ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত আধার কার্ড। ট্রেনে সফর হোক বা কোথাও ঘুরতে গিয়ে হোটেলের ঘর বুক করা। সবক্ষেত্রেই আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র। ব্যাঙ্কে প্রথম অ্যাকাউন্ট খুলতে গেলেও দরকার পরে আধার কার্ডে। তারপর তো ব্যাঙ্কের বিভিন্ন কাজে এই নথিপত্রের দরকার পড়েই থাকে। এদিকে যদি বর্তমানে প্যান কার্ড ও ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে। তাই এরকম একটি গুরুত্বপূর্ণ নথিতে ভুল তথ্য থাকা বাঞ্ছনীয় নয়।
UIDAI (Unique Identification Authority of India) র তরফে দেশের প্রত্যেক নাগরিককে ১২ সংখ্য়ার একটি নম্বর দেওয়া হয়। প্রত্যেক নাগরিকের ক্ষেত্রে এই নম্বরগুলি ভিন্ন ভিন্ন হয়। এদিকে UIDAI-র তরফে একটি তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় আধার আপডেটের জন্য গুরুত্বপূর্ণ নথির উল্লেখ করা হয়েছে।
আধার আপডেট করবেন কীভাবে?
অনলাইনে আধার আপডেট করা যেতে পারে। আবার আধার কার্ড সেন্টারে গিয়ে অফলাইনেও করা যেতে পারে আধার আপডেট। তবে ওয়েবসাইটে আধার কার্ড ব্য়বহারকারীরা নির্দিষ্ট কয়েকটি তথ্য়ই আপডেট করতে পারবেন। অনলাইনে কেবলমাত্র নাম, ঠিকানা, জন্ম তারিখ ও লিঙ্গ আপডেট করা যাবে।
#DocumentsForAadhaar
DoB (Date of Birth) Proof is the document that has your date of birth. You can use any of these documents for updating your Date of Birth in your #Aadhaar. Follow the link to see all the DoB Proof documents accepted by #UIDAI https://t.co/BeqUA07J2b pic.twitter.com/uB0ufqbfhN— Aadhaar (@UIDAI) July 28, 2022
তাহলে যদি আধার কার্ডে জন্মতারিখ ভুল থাকে কীভাবে তা পরিবর্তন করা যাবে। জন্মতারিখ আপডেট করতে গেলে ব্যবহারকারীদের যেসব নথিপত্র দিতে হবে :