Investment: প্রায় দেড় কোটি Mutual Fund অ্যাকাউন্ট ‘বন্ধ’ হওয়ার মুখে? কী কারণ?

May 01, 2024 | 10:55 PM

Mutual Fund: মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে SEBI নির্দেশিকা অনুসারে, এই KRA গুলিকে KYC-এর জন্য খাতায় কলমে আধার নম্বর এবং প্যান কার্ড নম্বর নিতে হয়। এখন এই ১.৩ কোটি অ্যাকাউন্টে, হয় এই দুটি নথিই সঠিকভাবে জমা হয়নি বা সেগুলি ভুল রয়েছে।

Investment: প্রায় দেড় কোটি Mutual Fund অ্যাকাউন্ট ‘বন্ধ’ হওয়ার মুখে? কী কারণ?
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: শেয়ার বাজারের পাশাপাশি বর্তমানে আম-আদমির অন্যতম পছন্দের বিনিয়োগের মাধ্যম হয়ে উঠেছে মিউচুয়াল ফান্ড। দিনে দিনে বাড়ছ বিনিয়োগের মাত্রা। জনপ্রিয়তা বাড়ছে SIP এর। কিন্তু সূত্রের খবর, বর্তমানে সারা দেশে ১.৩ কোটি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট রয়েছে যেখানে আর টাকা তোলা বা জমা করা যাচ্ছে না। এর কারণ হল এই সমস্ত অ্যাকাউন্টে কেওয়াইসি প্রক্রিয়া অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। সে কারণেই অ্য়াকাউন্টগুলিকে হোল্ড করা হয়েছে। কিন্তু, সমাধান কোথায়? 

অসম্পূর্ণ KYC কী জিনিস?

এই অ্যাকাউন্টগুলি হোল্ডে রাখার কারণ হল এগুলির কোনটাতেই KYC প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এর মানে এই নয় যে এই অ্যাকাউন্টগুলি কেওয়াইসি ছাড়াই খোলা হয়েছিল বা তাদের মধ্যে কেওয়াইসি সম্পর্কিত কাজ করা হয়নি। বরং, এই সমস্ত অ্যাকাউন্টে, কেওয়াইসির জন্য যে নথিগুলি দেওয়া হয়েছিল তা কেওয়াইসির জন্য বৈধ ছিল না বলেই মত ওয়াকিবহাল মহলরে। গোটা দেশে কেওয়াইসি করার জন্য সরকার কিছু প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে। যেগুলিকে কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সি (কেআরএ) বলা হয়। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে SEBI নির্দেশিকা অনুসারে, এই KRA গুলিকে KYC-এর জন্য খাতায় কলমে আধার নম্বর এবং প্যান কার্ড নম্বর নিতে হয়। এখন এই ১.৩ কোটি অ্যাকাউন্টে, হয় এই দুটি নথিই সঠিকভাবে জমা হয়নি বা সেগুলি ভুল রয়েছে। মনে করা হচ্ছে এমনটাই। 

এই কারণেই অনেক অ্যাকাউন্টে কেওয়াইসি সঠিকভাবে না হওয়ার জন্য জন্য ‘অন হোল্ড’ স্ট্যাটাসে রাখা হয়েছে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত গোটা দেশে প্রায় ১১ কোটি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট রয়েছে। চাইলে আপনি কেআরএ ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্টের স্টেটাস চেক করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে আপনাকে ‘KYC Enquiry’-এর অপশনে ক্লিক করতে হবে। এর পরে আপনাকে আপনার প্যান নম্বর বা আধার নম্বর লিখতে হবে। এর পরে আপনি আপনার কেওয়াইসি স্ট্যাটাস দেখতে পারেন। যদি এটি ‘অন হোল্ড’ দেখায়, তাহলে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট যেখানে খোলা হয়েছে সেখানে সঠিক নথিপত্র জমা দিয়ে পুনরায় আবেদন করতে পারেন। 

Next Article