Adani Enterprises: কাটছে খারাপ সময়, দ্বিগুণ হয়ে গেল আদানির লাভের পরিমাণ

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

May 05, 2023 | 7:10 AM

Adani Enterprises: সংস্থা সূত্রে খবর, গত ৩১ মার্চ শেষ হওয়া গত অর্থবছরের শেষ ত্রৈমাসিকে সংস্থার মোট লাভ বেড়ে হয়েছে ৭২২ কোটি টাকা। যা এক বছর আগে ছিল ৩০৪ কোটি টাকার কাছাকাছি।

Adani Enterprises: কাটছে খারাপ সময়, দ্বিগুণ হয়ে গেল আদানির লাভের পরিমাণ

Follow Us

নয়া দিল্লি: হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট (Hindenburg Research Report) প্রকাশের পর থেকেই অস্বস্তি বেড়েছিল আদানি গ্রুপের। চড়চড় করে পড়ে গিয়েছিল আদানি গ্রুপের শেয়ার দর (Adani Group Share Price)।  যদিও আদানি গ্রুপ হিন্ডেনবার্গের তোলা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে। তবুও শেয়ারদরে পতনের ধারাবাহিকতা বজায় ছিল বেশ কয়েক মাস ধরে। পরিসংখ্যান বলছিল পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ওই খারাপ সময়ে আদানি গ্রুপের মোট ১২.১ লক্ষ টাকা ক্ষতি হয়েছিল। তবে কেটেছে খারাপ সময়। বিগত কয়েক মাসে অনেকটা ঘুরে দাঁড়িয়েছে আদানি গ্রুপ। বেড়েছে প্রায় সবকটি শেয়ারের দর। এরইমধ্যে আবার বড় খবর শোনালো আদানি এন্টারপ্রাইজ। সংস্থার তরফে জানানো হল গত অর্থবছরের শেষ ত্রৈমাসিকে সংস্থার লভ্যাংশ প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। 

সংস্থা সূত্রে খবর, গত ৩১ মার্চ শেষ হওয়া গত অর্থবছরের শেষ ত্রৈমাসিকে সংস্থার মোট লাভ বেড়ে হয়েছে ৭২২ কোটি টাকা। যা এক বছর আগে ছিল ৩০৪ কোটি টাকার কাছাকাছি। আদানি এন্টারপ্রাইজ আরও বলেছে গৌতম আদানিকে তাঁরা আগামী পাঁচ বছরের জন্য এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে পুনর্নিযুক্ত করেছে। 

প্রসঙ্গত, আদানি গ্রুপ তার ক্রেডিট প্রোফাইল উন্নত করার জন্য নতুন বছরের শুরু থেকেই একগুচ্ছ পরিকল্পনা করে ফেলেছিল বলে জানা গিয়েছিল। নেওয়া হয়েছিল ঋণ শোধের পরিকল্পনা। গত অর্থ বছরের শেষের মধ্যেই প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা ঋণ পরিশোধের পরিকল্পনা ছিল সংস্থাটির। তাতেই নতুন করে অক্সিজেন পেতে শুরু করেন আদানি গ্রুপের শেয়ার বিনিয়োগকারীরা। বর্তমানে আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর ঘোরাফেরা করছে ১৯০০ টাকার আশেপাশে। গত ফেব্রুয়ারি মাসের শেষে তা নেমে গিয়েছিল ১১০০ টাকার ঘরে। 

Next Article