World’s 4th Richest Person : বিল গেটসকে টপকে বিশ্বের চতু্র্থ ধনী ব্যক্তি গৌতম আদানি, কত লক্ষ কোটি টাকার সম্পত্তি জানেন?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 21, 2022 | 6:12 PM

World's 4th Richest Person : সম্পত্তির নিরিখে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসকে পিছনে ফেলে দিয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তির জায়গায় নিজের নাম লিখিয়ে নিয়েছেন তিনি।

Worlds 4th Richest Person : বিল গেটসকে টপকে বিশ্বের চতু্র্থ ধনী ব্যক্তি গৌতম আদানি, কত লক্ষ কোটি টাকার সম্পত্তি জানেন?
গ্রাফিক্স : টিভি৯ বাংলা

Follow Us

সম্পত্তি বাড়ছে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির। সেই সম্পত্তির পরিমাণ ছাপিয়ে গিয়েছে আমেরিকার ধনকুবের বিল গেটসের সম্পত্তিকেও। সম্পত্তির নিরিখে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসকে পিছনে ফেলেছেন তিনি। বিশ্বের ধনীদের মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি।

বৃহস্পতিবার ফোরবেস রিয়্যাল-টাইম কোটিপতিদের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন ভারতীয় শিল্পপতি। গৌতম আদানির সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ লক্ষ ২১ হাজার কোটি টাকা (১১৫.৫ বিলিয়ন ডলার)। আর বর্তমানে বিল গেটসের সম্পত্তির পরিমাণ রয়েছে ৮ লক্ষ ৩০ হাজার কোটি টাকা (১০৪.৬ বিলিয়ন ডলার)। আর তালিকায় ১০ নম্বরে রয়েছেন রিল্য়ায়ান্স জিও-র মুকেশ আম্বানি। তাঁর সম্পত্তির পরিমাণ ৭ লক্ষ ১৮ হাজার কোটি টাকা (৯০ বিলিয়ন ডলার)। আর এই তালিকার শীর্ষে রয়েছেন টেসলা ও স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। টুইটারের মালিক হয়ে যেতে যেতেও যিনি পিছিয়ে এলেন। টুইটার বিতর্ক নিয়ে সাম্প্রতিক চর্চায় থাকা এই ধনকুবেরের সম্পত্তির পরিমাণ জানেন। প্রায় ১৯ লক্ষ কোটি টাকার (২৩৫.৮ বিলিয়ন ডলার) সম্পত্তি রয়েছে তাঁর নামে। এর মধ্যে ৩ লক্ষ ৫১ হাজার কোটি টাকায় (৪৪ বিলিয়ন ডলার) টুইটার কিনে নেওয়ার কথা হয়েছিল ইলনের।

এর মধ্য়ে গুরুত্বপূর্ণ হল চতুর্থ স্থানে উঠে এসেছেন এক ভারতীয় শিল্পপতি। একটি ছোটো ব্যবসাকে বড় কংগ্লোমারেটে পরিণত করার জন্য বিখ্য়াত আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। বর্তমানে বন্দর, খনি ও গ্রিন এনার্জি ক্ষেত্রে তাঁর ব্যবসা রয়েছে। শিল্পপতি হিসেবে গৌতম আদানির উত্থান চোখে পড়ার মতো। মোটামুটি গত তিন বছরে আদানি সাতটি বিমানবন্দর ও ভারতের এয়ার ট্রাফিকের এক চতুর্থাংশ জায়গায় নিজের প্রভাব বিস্তার করতে পেরেছেন। তাঁর গ্রুপ দেশের সবথেকে বড় বিমানবন্দরের নিয়ন্ত্রক, শক্তি উৎপাদক। এদিকে বৃহস্পতিবারই আদানি জানিয়েছেন যে তিনি, গ্যাডটের সঙ্গে অংশীদারিত্বে ইজরায়েলের একটি বন্দর বেসরকারিকরণের টেন্ডার পেয়েছেন। ইজরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বন্দরের মধ্যে সর্ববৃহৎ হল এই হাইফা বন্দর।

মাঝে সংবাদ মাধ্যমে একটি খবর ভেসে এসেছিল যে টেলিকম সেক্টরে পা রাখতে চলেছেন গৌতম আদানি। সম্প্রতি জানা গিয়েছে 5G নিলামে অংশগ্রহণের জন্য রিলায়ান্স জিও, ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পাশাপাশি আবেদন জানিয়েছে আদানি ডেটা নেটওয়ার্ক। অর্থাৎ, টেলিকম সংস্থায় পা রাখতে চলেছে আদানি। আগামী ২৬ জুলাই 5G পরিষেবার জন্য ফ্রিকোয়েন্সি ব্যান্ডের নিলাম হতে পারে।

Next Article