Post Office RD Scheme : পোস্ট অফিসে বিনিয়োগ করে এককালীন ১৬.২৬ লক্ষ টাকা, কীভাবে জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 21, 2022 | 1:54 PM

Post Office RD Scheme : পাঁচ বছরের জন্য পোস্ট অফিসের রেকারিং ডিপোজ়িটে মিলছে ৫.৮ শতাংশ হারে সুদ। প্রতিমাসে সর্বনিম্ন ১০০ টাকা করে করা যাবে বিনিয়োগ।

Post Office RD Scheme :  পোস্ট অফিসে বিনিয়োগ করে এককালীন ১৬.২৬ লক্ষ টাকা, কীভাবে জেনে নিন
ছবি: ফাইল চিত্র

Follow Us

আয়ের পাশাপাশি সঞ্চয় করা গুরুত্বপূর্ণ। কোনও জরুরি পরিস্থিতি হোক বা অবসরের পর জীবনযাপন তখন ভরসা এই সঞ্চয়ই। চাকরি জীবন বা ব্যবসায়িক জীবনে পা রাখার পর থেকেই সঞ্চয়ের বিভিন্ন পথের খোঁজ করেন। ব্যাঙ্কের স্থায়ী আমানত, শেয়ার বাজার ও মিউচিয়াল ফান্ড তো আছেই। এর পাশাপাশি রয়েছে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজ়িট ও রেকারিং ডিপোজ়িট। সেখানে অপেক্ষাকৃত বেশি হারে সুদ পাওয়া যায়। শেয়ার বাজার ও মিউচিয়াল ফান্ডে ঝুঁকি থাকলেও পোস্ট অফিসে কোনও ঝুঁকি নেই।

পোস্ট অফিসে রেকারিং ডিপোজ়িটে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে জনসাধারণের জন্য। এতে বেশি অর্থও ফেরত পাওয়া যায়। যেকোনও প্রাপ্ত বয়স্ক বা ১০ বছরের বেশি বাচ্চারা পোস্ট অফিসে RD অ্যাকাউন্ট খুলতে পারে। বিনিয়োগের পরিমাণও স্বল্প। প্রতি মাসে মাত্র ১০০ টাকাও জমা করা যেতে পারে। তবে প্রতি মাসে ১০০ টাকারও বেশি বিনিয়োগ করা যাবে। তবে সেই বিনিয়োগ করতে হবে ১০ এর গুণীতকে। পোস্ট অফিসের RD তে সুদের হার প্রতি বছরে ৫.৮ শতাংশ। জুলাই মাস থেকে এই নয়া সুদের হার কার্যকর হয়েছে। প্রতি ত্রৈমাসিকে এই ছোটো সঞ্চয় প্রকল্পে সুদের হার নির্ধারণ করে।

পোস্ট অফিসের RD অ্যাকাউন্ট সম্বন্ধে বিস্তারিত তথ্য় :

পোস্ট অফিসের RD অ্যাকাউন্টের মেয়াদ পাঁচ বছর।

তবে বিনিয়োগকারী তিন বছর পর সেই RD অ্য়াকাউন্ট বন্ধ করে দিতে পারেন।

RD অ্যাকাউন্ট খোলার এক বছর পর জমা আমানতের ৫০ শতাংশের ঋণ নিতে পারেন।

তবে মেয়াদের আগে যদি RD অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় তাহলে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজ়িটের সেভিংস স্কিমের সুদের হারে সুদ পাবেন বিনিয়োগকারী। মেয়াদের একদিন আগে RD অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।

পোস্ট অফিসের RD স্কিম :

যদি কোনও বিনিয়োগকারী ১০ হাজারের একটি রেকারিং ডিপোজ়িট খোলেন তাহলে ৫.৮ শতাংশ সুদের হিসেবে ১০ বছর পর তা হবে ১৬ লক্ষ টাকা। ১০ বছরে বিনিয়োগকারীর তরফে জমা করা হয়েছে ১২ লক্ষ টাকা। তার উপর সুদ পাচ্ছেন ৪.২৬ লক্ষ টাকা। অর্থাৎ, ১০ বছর শেষে বিনিয়োগকারী হাতে পাবেন মোট ১৬.২৬ লক্ষ টাকা।

Next Article