কলকাতা : বৃহস্পতিবারে মুখে চওড়া হাসি সোনা ক্রেতাদের। এদিন এক ধাক্কায় অনেকটা দাম কমল হলুদ ধাতুর। যদিও গত দু’দিন পরপর দাম বেড়েছিল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৪০০ টাকা। এদিন ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৪৪০ টাকা। সোনার পাশাপাশি এদিন দাম কমল রুপোরও। ১ কেজি রুপোর দাম কমল ৩০০ টাকা।
বুধবার বেলা ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৬,৮০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬০,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০১৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,১৪৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,১৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০১,৮০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৫,৬০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ১০০ টাকা। গত পরপর দু’দিন দাম বেড়েছিল সোনার। তবে বৃহস্পতিবার সকালেই হল লক্ষ্মীর উদয়। দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৪০০ টাকা। এদিন কমেছে রুপোর দামও। ১ কেজি রুপোর দাম কমেছে ৩০০ টাকা।
বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমছিল। বৃহস্পতিবার বিশ্বে আরও কিছুটা দাম কমল করোনার। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৬৯৫.০৫ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,২৭৭ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৬৫.৩০ টাকা। আজ বাড়ল পিসি জুয়েলারের শেয়ারের দাম। এদিন পিসি জুয়েলারের দাম হয়েছে ৫৭.৪৫ টাকা।