স্টিল আর রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে প্রবেশ করতে পস্কোর সঙ্গে চুক্তি করল আদানি গোষ্ঠী

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Jan 13, 2022 | 8:33 PM

POSCO-Adani Group Agreement: আদানি গোষ্ঠী স্টিল, রিনুয়েবল এনার্জি সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবসায়িক সুযোগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার স্টিল কোম্পানি পস্কোর সঙ্গে চুক্তি করেছে। দুই কোম্পানিই এই ব্যাপারে একটি সমঝোতা জ্ঞাপনপত্রে সই করেছে।

স্টিল আর রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে প্রবেশ করতে পস্কোর সঙ্গে চুক্তি করল আদানি গোষ্ঠী
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: দেশের দ্বিতীয় সবচেয়ে ধনী শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) আদানি গোষ্ঠী (Adani Group) স্টিল, রিনুয়েবল এনার্জি সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবসায়িক সুযোগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার স্টিল কোম্পানি পস্কোর (POSCO) সঙ্গে চুক্তি করেছে। দুই কোম্পানিই এই ব্যাপারে একটি সমঝোতা জ্ঞাপনপত্রে (MOU) সই করেছে। আদানি গোষ্ঠী বৃহস্পতিবার একটি বয়ানে জানিয়েছে, এই চুক্তির অধীনে পাঁচশো কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা হতে পারে। আদানি গোষ্ঠী জানিয়েছে, তারা ‘গুজরাতের মুন্দ্রায় সবুজ, পরিবেশ বান্ধব সমন্বিত স্টিল প্ল্যান্ট এবং অন্যান্য উদ্যোগ স্থাপন সহ ব্যবসায়িক সহযোগের সুযোগ সন্ধানে সহমতি প্রকাশ করেছে আর এর জন্য পাঁচশো কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের সম্ভবনা রয়েছে।’

ভার আর দক্ষিণ কোরিয়ার মধ্যে তৈরি হবে একটি ভাল আর টেঁকসই শিল্প সহযোগী মডেল

দুই পক্ষই প্রতিটি কোম্পানির প্রযুক্তি, আর্থিক আর পরিচালন সম্পর্কিত শক্তির ফায়দা নিতে আর সহযোগীতা করার বহু বিকল্প নিয়ে আলাপ আলোচনা করছে। পস্কোর সিইও জিয়োঙ্গ-ভু-চোই বলেছেন, তাঁর কোম্পানি স্টিল ম্যানুফ্যাকচারিংয়ে অত্যাধুনিক প্রযুক্তি তথা শক্তি এবং পরিকাঠামোয় আদানি গোষ্ঠীর বিশেষজ্ঞতায় ইস্পাত এবং পরিবেশ বান্ধব ব্যবসায় পরস্পরের সহযোগীতার কাজ করতে পারবে। তিনি বলেন, ‘আমার আশা যে এই সহযোগীতা ভারত আর দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি ভাল আর টেঁকসই শিল্প সহযোগী মডেল হয়ে উঠবে।’

গুজরাট সরকারের সঙ্গেও হয়েছে চুক্তি

আদানি গোষ্ঠীর সভাপতি গৌতম আদানি বলেছেন, ‘এই অংশীদারি ভারতের ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশে তথা ভারত সরকারের উচ্চাকাঙ্ক্ষী আত্মনির্ভর ভারত যোজনায় দারুণভাবে যোগদান করবে। এটি সবুজ শিল্পে ভারতের অবস্থা শক্তিশালী করতেও সহায়ক হবে।’ পস্কো আর আদানি গোষ্ঠী সরকারি স্তরে সহযোগীতা আর সমর্থনের জন্য গুজরাট সরকারের সঙ্গেও এমওউ (MOU) স্বাক্ষর করেছে। প্রসঙ্গত, পস্কো, ভারতে সবচেয়ে উন্নত অটোমোটিভ স্টিল সরবরাহকারী হিসেবে পরিচিত। পস্কোর পুণে, দিল্লি, চেন্নাই, আর আহমেদাবাদে চারটি প্রসেসিং সেন্টার রয়েছে। আশা করা হচ্ছে যে পস্কো আর আদানির গোষ্ঠীর মধ্যে এই ব্যবসায়িক সহযোগ, ভারতীয় ইস্পাত শিল্পে প্রধান অংশীদারি সমন্বয় তৈরি করবে।

আরও পড়ুন: ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আগে ভারত-ব্রিটেনের মধ্যে সমঝোতা শুরু, ২০৩০ পর্যন্ত ব্যবসা দ্বিগুন করার লক্ষ্য

Next Article