Edible Oil Price: নিভবে গৃহস্থের হেঁসেলের আগুন, লিটার পিছু ৩০ টাকা দাম কমল রান্নায় ব্যবহৃত তেলের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 20, 2022 | 8:00 AM

Edible Oil Price: তদিন ফরচুন সোয়াবিন তেল লিটার প্রতি ১৯৫ টাকায় বিক্রি হত। এবার থেকে তা ১৬৫ টাকায় পাওয়া যাবে।

Edible Oil Price: নিভবে গৃহস্থের হেঁসেলের আগুন, লিটার পিছু ৩০ টাকা দাম কমল রান্নায় ব্যবহৃত তেলের
রান্নাঘরে মিলবে কিছুটা স্বস্তি।

Follow Us

নয়া দিল্লি: মূল্যবৃদ্ধির প্রভাবে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে গৃহস্থের। একের পর এক নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমাগত বেড়েই চলেছে। কীভাবে সংসার চালাবেন, তা ভেবেই মাথার ঘাম পায়ে ফেলছেন সাধারণ মধ্যবিত্ত মানুষ। তবে গৃহস্থের উপরে এবার চাপ কমবে অনেকটাই। সোমবারই আদানি উইলমারের তরফে জানানো হল, তাদের সংস্থার তৈরি ভোজ্যতেলের দাম প্যাকেট পিছু ৩০ টাকা অবধি কমানো হয়েছে। শীঘ্রই নতুন দাম ছাপানো তেলের প্যাকেট বাজারে পৌঁছে যাবে। উল্লেখ্য, আদানি সংস্থা ফরচুন ব্রান্ড নামে ভোজ্য় তেল বিক্রি করে।

সোমবার আদানি উইলমার সংস্থার তরফে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায়, সংস্থার তরফে ভোজ্য তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সুবিধা যাতে গ্রাহকরাও পান, তার জন্যই লিটার পিছু ৩০ টাকা অবধি ফরচুন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের তরফেও ভোজ্যতেলের দাম কমানোর যে সুপারিশ করা হয়েছিল, তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে গত মাসেও তেলের দাম কমানো হয়েছিল। এবার সেই দামের উপরে আরও ছাড় ঘোষণা করা হল। এতদিন ফরচুন সোয়াবিন তেল লিটার প্রতি ১৯৫ টাকায় বিক্রি হত। এবার থেকে তা ১৬৫ টাকায় পাওয়া যাবে।

প্রসঙ্গত, চলতি মাসেই কেন্দ্রের তরফে সমস্ত ভোজ্য তেল উৎপাদক সংস্থাগুলিকে তেলের দাম কমানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বাজারেো যাতে চড়া দামে কোনও দোকানি তেল বিক্রি না করে, তার উপরে নজর রাখতে একটি বিশেষ কেন্দ্রীয় দলও গঠন করা হয়। এই নির্দেশের পরই মাদার ডেয়ারি সংস্থা তাদের তেলের ব্রান্ড ধারার সোয়াবিন ও রাইস ব্রান তেলের দাম লিটার পিছু ১৪ টাকা করে কমায়।

কোন তেলের কত টাকা দাম কমাল ফরচুন?

১. ফরচুন সোয়াবিন তেল আগে লিটার প্রতি ১৯৫ টাকায় বিক্রি হত। এবার থেকে তা ১৬৫ টাকায় পাওয়া যাবে।

২. ফরচুন সূর্যমুখী তেলের দাম লিটার প্রতি ২১০ টাকা থেকে কমিয়ে ১৯৯ টাকা করা হয়েছে।

৩. ফরচুন সর্ষের তেলের সর্বোচ্চ বিক্রয়মূল্য বা এমআরপি লিটার প্রতি ১৯৫ টাকা থেকে কমিয়ে ১৯০ টাকা করা হয়েছে।

৪. ফরচুন রাইস ব্রান তেল আগে পাওয়া যেত লিটার প্রতি ২২৫ টাকায়। নতুন দাম অনুযায়ী, এবার তা পাওয়া যাবে ২১০ টাকায়।

৫. বাদাম তেলের দাম লিটার প্রতি ২২০ টাকা থেকে কমিয়ে ২১০ টাকা করা হয়েছে।

৬. বনস্পতির দাম ২০০ টাকা প্রতি লিটার থেকে কমিয়ে ১৮৫ টাকা করা হয়েছে।

৭. পামোলিন তেলের দাম লিটার পিছু ১৭০ টাকা থেকে কমিয়ে ১৪৪ টাকা করা হয়েছে।

Next Article