Fake Fortune Oil: বাজারে ছেয়ে গিয়েছে নকল ‘ফরচুন’ সর্ষে-ভোজ্য তেল! কেনার আগে সাবধান হন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 24, 2023 | 7:20 AM

Fake Oil: আদানি উইলমার সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ফরচুনের নামে নকল তেল বিক্রি করার জন্য একটি বি-টু-বি প্ল্যাটফর্মের  বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 

Fake Fortune Oil: বাজারে ছেয়ে গিয়েছে নকল ফরচুন সর্ষে-ভোজ্য তেল! কেনার আগে সাবধান হন
প্রতীকী চিত্র
Image Credit source: TV9 বাংলা

Follow Us

নয়া দিল্লি: বর্তমানে সকলেই স্বাস্থ্য় সচেতন। রান্নায় সর্ষের তেলের (Mustard Oil) বদলে ব্যবহার করেন পরিশোধিত বা রিফাইনড তেল (Refined Oil)। কিন্তু এবার সেই তেলেও বিপদের ফাঁড়া। বাজারে ছেয়ে গিয়েছে নকল ভোজ্য তেল। ফরচুন ব্রান্ডের নামে নকল ভোজ্য ও সর্ষের তেল বিক্রি করা হচ্ছে। ঘটনাটি সামনে আসতেই পুলিশে অভিযোগ জানায় ফরচুন (Fortune) সংস্থার মালিক আদানি উইলমার লিমিটেড (Adani Wilmar Limited)।

জানা গিয়েছে, একটি ‘বিজনেস টু বিজনেস প্ল্যাটফর্মে’র (Business to Business Platform) বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে আদানি উইলমার লিমিটেড। সংস্থার অভিযোগ, ফরচুন ব্রান্ড নাম ব্যবহার করে নকল ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে ওই অনলাইন প্ল্যাটফর্মে। পাশাপাশি নকল সর্ষের তেলও বিক্রি করা হচ্ছে।

সূত্রের খবর, আদানি সংস্থার তরফে নিয়মিত যে সমীক্ষা করা হয়, সেই রুটিন মার্কেট সার্ভেতেই জালিয়াতির বিষয়টি সামনে আসে। এক প্রতিনিধি প্রতারণার বিষয়টি নজরে আসতেই সংস্থাকে অবগত করেন তিনি। আদানি উইলমার সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ফরচুনের নামে নকল তেল বিক্রি করার জন্য একটি বি-টু-বি প্ল্যাটফর্মের  বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে এই এফআইআর দায়ের করা হয়েছে। সংস্থার অভিযোগের ভিত্তিতে ওই বি-টু-বি প্ল্যাটফর্মের ওয়ার হাউসে হানা দিয়ে ঢাকনা ছাড়া ১ লিটারের ১২৬টি ফরচুন কাচ্চি ঘানি সর্ষের তেলের পেট বোতল,  ১ লিটারের ৩৭টি নকল ফরচুন রিফাইনড সোয়াবিন তেল এবং ১ লিটারের ১৬টি ফরচুন সর্ষে তেল বাজেয়াপ্ত করা হয়েছে।

Next Article