AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বড়দের পর এবার বাচ্চাদের জন্য AI Chat Bot, Elon Musk নিয়ে আসতে চলেছেন ‘Baby Grok’!

Baby Grok, Elon Musk: গ্রকের একটি ভার্সন আসতে চলেছে ছোটদের জন্যই। তবে মনে করা হচ্ছে, বেবি গ্রকে যে কোনও সার্চ রেজাল্ট ফিল্টার হয়েই আসবে।

বড়দের পর এবার বাচ্চাদের জন্য AI Chat Bot, Elon Musk নিয়ে আসতে চলেছেন 'Baby Grok'!
Image Credit: Didem Mente/Anadolu via Getty Images
| Updated on: Jul 24, 2025 | 1:18 PM
Share

গ্রক, বিশ্বের অন্যতম সমালোচিত এআই চ্যাট বট। যা মাঝে মাঝেই ভুলভাল উত্তর বা আনফিল্টারড কন্টেন্টের জন্য বিখ্যাত। আর এবার সেই গ্রকেরই ছোটদের ভার্সন নিয়ে আসতে চলেছেন এক্স-এর সিইও ইলন মাস্ক।

হিটলারের প্রশংসা, নির্দিষ্ট কোনও সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে মাঝে মাঝেই সংবাদ শিরোনামে থাকে গ্রক। আর এবার সেই গ্রকের একটি ভার্সন আসতে চলেছে ছোটদের জন্যই। তবে মনে করা হচ্ছে, বেবি গ্রকে যে কোনও সার্চ রেজাল্ট ফিল্টার হয়েই আসবে।

বেবি গ্রক কেমন হতে চলেছে তা নিয়ে যদিও খুব কম তথ্যই প্রকাশ করেছেন মাস্ক। তবুও মনে করা হচ্ছে, বাচ্চাদের জন্য এই এআই চ্যাটবট আর সেই কারণেই একাধিক নিরাপত্তার বলয় থাকবে এই চ্যাটবটে। যা কোনও ভুলভাল কন্টেন্ট ব্লক করবে, বাচ্চাদের জন্য শুধুমাত্র পড়াশোনা সংক্রান্ত কন্তেন্ট দেখাবে ও সহজবোধ্য ভাষায় সব দেখাবে।

এই চ্যাটবটে হয়তো পেরেন্টাল কন্ট্রোলও থাকবে। আশা করা হচ্ছে কোনও জঘন্য বক্তব্য যাতে বাচ্চাদের সামনে খুলে না যায় তার জন্যও ফিল্টার থাকবে এই চ্যাট বটে। ইতিমধ্যেই গুগল বাচ্চাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে। আর বেব্য গ্রকের মডেল হয়তো সেই গুগলের নতুন এআই চ্যাট বটকে দেখেই শিখবে।