TCS-র পর Cognizant, এই IT সংস্থাও বড় ঘোষণা করল, কী প্রভাব পড়বে কর্মীদের উপরে?
Cognizant: গত সপ্তাহে টাটা কনসাল্টেন্সি সার্ভিস ৮০ শতাংশ কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে। জুনিয়র থেকে মাঝারি মাপের কর্মীদের বেতন বৃদ্ধি হবে। সেপ্টেম্বরেই এই বেতন বৃদ্ধি হবে।

নয়া দিল্লি: অবশেষে হাসি ফুটল তথ্য প্রযুক্তি সংস্থা কগনিজেন্টের কর্মীদের। সুখবর দিল আইটি সংস্থা। দীর্ঘ টালবাহানার পর কর্মীদের বেতন বাড়তে চলেছে।
টিসিএসের পর কগনিজেন্টও কর্মীদের বেতন বৃদ্ধি ঘোষণা করল। সংস্থার প্রায় ৮০ শতাংশ কর্মীর বেতন বৃদ্ধি হচ্ছে বলেই ঘোষণা করেছে কগনিজেন্ট। আগামী ১ নভেম্বর থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হবে। জুনিয়র থেকে সিনিয়র অ্যাসোসিয়েট লেভেলের কর্মীদের বেতন বৃদ্ধি হবে বলেই জানানো হয়েছে।
সংস্থার অন্দরের খবর, কর্মীদের ব্যক্তিগত পারফরম্যান্সের উপরে ভিত্তি করেই বেতন বৃদ্ধি হবে। যাদের পারফরম্যান্স সবথেকে ভাল, তাদেরই সবথেকে বেশি বেতন বৃদ্ধি হবে। প্রসঙ্গত, চলতি বছরেই কগনিজেন্টের অ্যাসোসিয়েটদের বিগত তিন বছরে সর্বোচ্চ বোনাস দেওয়া হয়েছে।
এর আগে, গত সপ্তাহে টাটা কনসাল্টেন্সি সার্ভিস ৮০ শতাংশ কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে। জুনিয়র থেকে মাঝারি মাপের কর্মীদের বেতন বৃদ্ধি হবে। সেপ্টেম্বরেই এই বেতন বৃদ্ধি হবে।

