নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার উদ্বোধন করেছেন জন সমর্থ পোর্টালের। অর্থ মন্ত্রক ও কর্পোরেট মন্ত্রকের অনুষ্ঠানে বিজ্ঞান ভবনে এই পোর্টালের উদ্বোধন করেন মোদী। এত দিন কেন্দ্রীয় সরকারের একাধিক আর্থিক প্রকল্পের সুবিধা পেতে লগ ইন করতে হত একাধিক পোর্টালে। সেই সমস্যা দূর করতেই জন সমর্থ পোর্টালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এ বার থেকে এই একটি পোর্টালের মাধ্যমেই কেন্দ্রের বিভিন্ন স্কিমের সুবিধা পারেন দেশবাসী। পাশাপাশি ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা ও ২০ টাকার বিশেষ কয়েনের উদ্বোধন করেন। ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর লোগো থাকবে এই বিশেষ কয়েনে।
জন সমর্থ পোর্টাল কী?
জন সমর্থ পোর্টাল একটি ডিজিটাল প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ১৩টি ক্রেডিট সংযুক্ত সরকারি প্রকল্পকে এক ছাতার তলায় আনা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে উপভোক্তারা অনলাইনে বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী হওয়ার যোগত্যা যাচাই করতে পারবেন এবং খুব সহজেই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হবে। অনলাইনে আবেদন করে এই প্রকল্পে অনুমোদন পাওয়া সম্ভব হবে। গোটা প্রক্রিয়াটাই হবে ডিজিটাল ভেরিফিরেশনের মাধ্যমে। তা হওয়ায় খুব সহজে, কম জটিলতায় সরকারি ক্রেডিট সংক্রান্ত স্কিমের সুবিধা পেতে পারবেন। বর্তমানে এই পোর্টালে ১০টি নোডাল এজেন্সি ও ১২৫টির বেশি ঋণ দাতা রয়েছে।
কী ভাবে ঋণের জন্য আবেদন করবেন?
বর্তমানে এই পোর্টালের ঋণ প্রকল্পে ৪টি বিভাগ রয়েছে। এডুকেশন ঋণ, কৃষি ঋণ, জীবিকা সংক্রান্ত ঋণ এবং ব্যবসায়িক ঋণ। যে বিভাগে ঋণ নিতে চাইবেন সুবিধাভোগী, তার জন্য প্রথমে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। এই যোগ্যতার প্রমাণ দিতে কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। ঋণ নেওয়ার যোগ্য হলে সুবিধাভোগীকে নিজেরে বিস্তারিত তথ্য ও ডকুমেন্ট জমা দিতে হবে। তা হলেই প্রয়োজন মতো স্কিম বেছে নেওয়া যাবে। সেই স্কিম বেছে নিলেই আবেদন সম্পূর্ণ হবে। এর পর অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। অনুমোদিত হলেই সংশ্লিষ্ট স্কিমের অধীনে ঋণ পেয়ে যাবেন সুবিধাভোগী।
কী কী ডকুমেন্ট লাগবে?
জন সমর্থ পোর্টালে বিভিন্ন স্কিমের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে। সব স্কিমের জন্য একই ডকুমেন্ট লাগবে এমনটা নয়। তবে সাধারণ কিছু ডকুমেন্ট সব স্কিমের ক্ষেত্রেই জমা দিতে হবে। সেই তালিকায় রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড ও ব্যাঙ্ক স্টেটমেন্ট।