কলকাতা : সুখবর। জামাইষষ্ঠীর দিন ফের দাম কমল সোনার। বিগত কয়েকদিন ধরেই সোনার দাম ওঠা-নামা করছে। গতকালের পর রবিবারও দাম কমল সোনার। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ১০ টাকা। একই হারে দাম কমেছে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার। তবে সোনার দামে পতন দেখা গেলেও রুপোর দাম ঊর্ধ্বমুখীই রয়েছে। গতকাল ১ কেজি রুপোর দাম এক লাফে ৪,৮০০ টাকা বেড়েছিল। কিন্তু এদিন সোনার সঙ্গে সঙ্গে রুপোর দামও কমল। এদিন ১ কেজি রুপোর দাম কমল ৫,৮০০ টাকা।
এমসিএক্স সূচকে এদিন সকাল ১০ টা অনুযায়ী সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৭৪ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,১৯২ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৭৪০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৭,৪০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২০৯ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৬৭২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,০৯০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২০,৯০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬১,৭০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
এদিন এক লাফে অনেকটা দাম কমেছে রুপোর। গতকাল এক কেজি রুপোর বাটের দাম বেড়েছিল ৪,৮০০ টাকা। তবে রবিবার তা ৫,৮০০ টাকা কমল। গতকালের পর এদিনও সোনার দাম কমেছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১০ টাকা কমে হয়েছে ৪৭,৭৪০ টাকা।
এদিন বিশ্ববাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৮৫১.১৫ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
রবিবার টাইটানের শেয়ারের দাম রয়েছে ২,২০৪.৩০ টাকা। এদিকে পিসি জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ২২.৯৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম আছে ৬০.৪৫ টাকা।