মুম্বই: চাকরির বাজার নিয়ে ভাবছেন? চাকরির জন্য হাপিত্যেশ করছেন? ভাবছেন, এত পড়াশোনা করেও চাকরি না পেলে কী হবে? এতটাও হতাশ হওয়ার কারণ নেই। দেশের প্রথম সারির নামী-দামি বেসরকারি সংস্থাগুলি প্রচুর যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। টিসিএস হোক বা উইপ্রো, কিংবা রিলায়েন্স… কর্মীসংখ্যার দিক থেকে কেউই পিছিয়ে নেই। শেয়ার মার্কেট বিশেষজ্ঞ এ কে মন্ধন সম্প্রতি এমনই একটি পরিসংখ্যান তুলে ধরেছেন।
এ কে মন্ধনের শেয়ার করা তথ্য অনুযায়ী, সবথেকে বেশি কাজের সুযোগ করে দিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়। তাদের ৯ লাখ ৪০ হাজার বেতনভুক কর্মী রয়েছে। এছাড়া, সেরা দশের তালিকায় রয়েছে টিসিএস, কোয়েস কর্প, ইনফোসিস, উইপ্রো-সহ আরও একগুচ্ছ বেসরকারি সংস্থা। টিসিএস ৫ লাখ ৯২ হাজার ১৯৫ জনের কাজের সুযোগ করে দিয়েছে। কোয়েস কর্পের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৯০৭ জনের। ইনফোসিসও ৩ লাখের বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।
এখানেই শেষ নয়, লারসেন অ্যান্ড টারবো (এল অ্যান্ড টি) কাজ দিয়েছে আড়াই লাখের উপরে মানুষকে। উইপ্রোতেও প্রায় আড়াই লাখের কাছাকাছি মানুষ কাজ করেন। কর্মীসংখ্যার নিরিখে ২ লাখের ঘরে রয়েছে এইচসিএল টেকনোলজিজ়ও। তাদের কর্মীসংখ্যা ২ লাখ ২৪ হাজারের কিছু বেশি। এছাড়া, টেক মাহিন্দ্রা, এইচডিএফসি ব্যাঙ্ক ও সিস (সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড)- এই তিন সংস্থারও কর্মীবল ১ লাখের উপরে।
এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন, প্রধানমন্ত্রী মোদীর জমানায় দেশের বেসরকারি ক্ষেত্রগুলির বিনিয়োগের সুযোগ প্রচুর বেড়েছে। আরও বেশি করে বিনিয়োগের জন্য বেসরকারি সংস্থাগুলিকে উৎসাহ দিচ্ছে কেন্দ্র। তারই একটি প্রতিফলন এই সংস্থাগুলির কর্মীবল।