Helicopter Services: হেলিকপ্টারে করা যাবে রামলালার দর্শন, পৌঁছতে কত সময় লাগবে জানুন

Sukla Bhattacharjee |

Jan 15, 2024 | 7:36 PM

Ayodhya Ram Temple: রামমন্দিরকে কেন্দ্র করে অযোধ্যায় হোটেল শিল্প থেকে শুরু করে অ্যাভিয়েশন সেক্টরে পর্যন্ত ব্যাপক জোয়ার আসতে শুরু করেছে। আজ, সোমবার থেকেই মুম্বই-অযোধ্যা সরাসরি উড়ান পরিষেবা শুরু হচ্ছে। এবার চালু হতে চলেছে হেলিকপ্টার পরিষেবা। সময় কম থাকায় বা বাস, ট্রেন, গাড়ির ঝক্কি এড়াতে অনেকেই লখনউ থেকে সহজে রামমন্দির যেতে চান। তাঁদের জন্যই লখনউ থেকে অযোধ্যা হেলিকপ্টার পরিষেবা শুরু হচ্ছে।

Helicopter Services: হেলিকপ্টারে করা যাবে রামলালার দর্শন, পৌঁছতে কত সময় লাগবে জানুন
অযোধ্যা রাম মন্দির পর্যন্ত চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

অযোধ্যা: রামমন্দিরের উদ্বোধনের অপেক্ষায় গোটা দেশ। আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রামমন্দিরের উদ্বোধন হবে। সেদিন রামমন্দিরে সাধারণ মানুষের প্রবেশাধিকার না থাকলেও পরদিন থেকেই সকলে মন্দিরে প্রবেশ করতে পারবেন এবং বিগ্রহের দর্শন করতে পারবেন। সেজন্য এখন থেকেই অযোধ্যার বিভিন্ন হোটেল, ট্রেনের বুকিং শুরু হয়ে গিয়েছে। বলা যায়, হোটেল শিল্প থেকে শুরু করে অ্যাভিয়েশন সেক্টরে পর্যন্ত ব্যাপক জোয়ার আসতে শুরু করেছে। আজ, সোমবার থেকেই মুম্বই-অযোধ্যা সরাসরি উড়ান পরিষেবা শুরু হচ্ছে। এবার চালু হতে চলেছে হেলিকপ্টার পরিষেবা। সময় কম থাকায় বা বাস, ট্রেন, গাড়ির ঝক্কি এড়াতে অনেকেই লখনউ থেকে সহজে রামমন্দির যেতে চান। তাঁদের জন্যই লখনউ থেকে অযোধ্যা হেলিকপ্টার পরিষেবা শুরু হচ্ছে। আগামী ১৯ জানুয়ারি থেকেই এই পরিষেবা শুরু হয়ে যাবে। তবে তার আগেই প্রি-বুকিং শুরু হয়ে যাবে। কীভাবে বুকিং হবে, কত ভাড়া জেনে নিন বিস্তারিত।

একসঙ্গে কতজন যাত্রী সফর করবে এবং ভাড়া কত?

লখনউ-অযোধ্যা হেলিকপ্টারে একসঙ্গে ৮-১৮ জন যাত্রী সফর করতে পারবেন। অর্থাৎ বেশ বড় হেলিকপ্টার চলবে। তবে এই পরিষেবা পাওয়ার জন্য যাত্রীদের প্রি-বুকিং করতে হবে। ১৬ জানুয়ারি সন্ধ্যার মধ্যেই ভাড়া এবং বুকিংয়ের সময়সূচি সম্পর্কে তথ্য প্রকাশ করা হবে। এই পরিষেবা শুরু হলে লখনউ এবং অযোধ্যার মধ্যে দূরত্ব কমে ৩০-৪০ মিনিট হবে। সংস্থার তরফে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৬টি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে। পরে চাহিদা অনুযায়ী কপ্টারের সংখ্যা বাড়ানো যেতে পারে।

এদিকে, অযোধ্যার বিমানের চাহিদা ক্রমশ বাড়ছে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে উড়ানের ভাড়াও বাড়ছে। ক্লাব ওয়ান এয়ার তিনটি ফ্যালকন ২০০০-১২ সিটের বিজনেস জেট বুক করেছে। চার্টারদের জন্য JetSetGo-এর সিইও কনিকা টেকরিওয়াল জানান, অযোধ্যায় চাটার্ড ফ্লাইটের চাহিদা বেড়েছে। যার মধ্যে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদ, নাগপুর সহ বিভিন্ন শহর থেকে চাটার্ড বিমানের চাহিদা রয়েছে। জেট বিমানের ভাড়া সম্পর্কে
টেকরিওয়াল জানাচ্ছেন, মূলত, বিমানের আকারের উপর ভাড়া নির্ভর করে। তবে এই রুটের গড় ভাড়া ১০ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত।

গত কয়েকদিন ধরে কনকনে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার দাপট। স্বাভাবিকভাবেই দৃশ্যমানতা কমে গিয়েছে। যা বিমানের পক্ষে চ্যালেঞ্জিং হতে পারে বলে স্বীকার করে নিয়েছেন JetSetGo-এর সিইও। অন্যদিকে, অযোধ্যা বিমানবন্দর এখন দিনে মাত্র ৬ ঘণ্টা খোলা থাকে। তবে মন্দির উদ্বোধনের সময় প্রয়োজন অনুযায়ী ১২ ঘণ্টা বা ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক কুমার।

Next Article