নয়া দিল্লি: উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই দোকান-বাজারে যেমন ভিড় বেড়েছে, তেমনই ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতেও জোরকদমে বিক্রি শুরু হয়েছে। বিশেষ অফার দিয়েছে অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon। সম্প্রতি চালু হওয়া Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল-এ গ্রাহকরা অনেক পণ্যের উপর বিশাল ছাড় পাচ্ছেন। মোবাইল-সহ সমস্ত ইলেকট্রনিক আইটেমগুলিতে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে অ্যামাজন। পাশাপাশি এই বাম্পার সেলে SBI গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার রয়েছে। SBI ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া ICICI ব্যাঙ্কের গ্রাহকদেরও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
এই ব্যাঙ্কগুলিতে বিশেষ অফার
আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল-এ গ্রাহকেরা SBI ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড় পাচ্ছেন। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে গ্রাহকরা ৫ শতাংশ পর্যন্ত সীমাহীন ক্যাশব্যাকের সুবিধা পাচ্ছেন।
এছাড়া Amazon Pay গিফট কার্ড কিনলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। Amazon Pay-এর মাধ্যমে কেনাকাটা করে আপনি ১ লাখ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্রেডিট পেতে পারেন। গ্রাহকরা এই বিক্রয়ে এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই বিকল্পও পেতে পারেন।
এই পণ্যগুলিতে ৬৫-৭৫ শতাংশ ছাড়
Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে হোম অ্যাপ্লায়েন্স, টিভি এবং স্মার্টফোনে বিশাল ছাড় দিচ্ছে। হোম অ্যাপ্লায়েন্সের যে কোনও পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়া টিভি এবং প্রতিদিনের ব্যবহৃত জিনিসগুলিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।