টুইটার (Twitter), মেটার (Meta) পর এবার অ্য়ামাজ়ন (Amazon)। সম্প্রতি এক নোটিসে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে এই দুই সংস্থা। এবার সংস্থার খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে অ্যামাজ়ন। একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত কয়েকটি ত্রৈমাসিকে লাভের মুখ দেখতে পারেনি সংস্থা। তাই এবার কর্মীদের ছাঁটাই করে খরচ কমাতে চায় অ্য়ামাজ়ন। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, এই সপ্তাহের শুরুর দিকেই প্রায় ১০ হাজার কর্মীকে চাকরি থেকে বের করে দেওয়া হতে পারে।
একসঙ্গে ১০ হাজার কর্মীকে বের করে দেওয়া হলে অ্যামাজ়নের ইতিহাসে এটাই সব থেকে বড় ছাঁটাই হতে চলেছে। গোটা বিশ্বে প্রায় ১৬ লক্ষ মানুষ অ্য়ামাজ়নে কর্মরত। ১০ হাজার জনের চাকরি যাওয়া মানে ১ শতাংশ কর্মীকে ছাঁটাই করা। ডিভাইস গ্রুপ, রিটেইল ডিভিশন ও মানব সম্পদ বিভাগে কর্মরত ব্যক্তিদের চাকরি যেতে পারে। এদিকে অ্যামাজ়নের তরফে আগে থাকতেই এই ছাঁটাই সম্পর্কে হালকা আভাস দেওয়া হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, এই সংস্থার অলাভজনক কয়েকটি ইউনিটের কর্মীদের এই কোম্পানিতেই অন্যান্য ইউনিটে সুযোগ খোঁজার জন্য সতর্ক করা হয়েছিল।
এদিকে কয়েক সপ্তাহে আগেই এই ই-কমার্স সংস্থা সতর্ক করেছিল, ছুটির মরশুমে কোম্পানির বৃদ্ধিতে ঘাটতি দেখা গিয়েছে। তবে অন্যান্যবার এই সময়েই সর্বোচ্চ বিক্রি দেখা যায়। অ্য়ামাজ়নের তরফে বলা হয়েছে, গ্রাহকদের কাছে অপেক্ষাকৃত কম টাকা থাকার কারণেই এই ঘাটতির সম্মুখীন হয়েছে সংস্থা। কথাতেই আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। ই-কমার্স সংস্থা অ্যামাজ়নের ক্ষেত্রেও ছবিটা অনেকটা সেরকমই। কোভিড মহামারির সময় যেখানে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল সেই সময় রেকর্ড লাভ হয়েছিল অ্য়ামাজ়নের। সেই সময় গ্রাহকদের মধ্যে অনলাইনে কেনাকাটার প্রবণতা বেড়েছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হতেই গত দু’ দশকে অ্যামাজ়নের বৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে।