ছাঁটাই বিতর্কের মাঝেই TCS-র কর্মীদের জন্য বড় খবর, ১ সেপ্টেম্বর থেকে…, সরাসরি প্রভাব পড়বে জীবনে
TCS: টিসিএসের সিইও জানিয়েছেন, বিশ্ব জুড়ে টিসিএসের মোট কর্মক্ষমতার ২ শতাংশ ছাঁটাই করা হবে। অর্থাৎ ১২ হাজার কর্মী চাকরি খোয়াতে চলেছেন।

নয়া দিল্লি: কর্মী ছাঁটাই, নতুন নিয়োগ বন্ধ। একের পর এক খারাপ খবর শোনাচ্ছিল দেশের সবথেকে বড় তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস। কর্মীদেরও রাতের ঘুম উড়েছিল যে তাদের চাকরি থাকবে কি না, সেই শঙ্কায়। তবে অবশেষে খুশির খবর শোনাল টিসিএস। কর্মীদের বাড়তে চলেছে বেতন।
টিসিএসের তরফে জানানো হয়েছে, ৮০ শতাংশ কর্মীর বেতন রিভিশন করা হয়েছে। মূলত জুনিয়র ও মিড লেভেলের কর্মীদেরই বেতন বৃদ্ধি হতে চলেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই বেতন বৃদ্ধি কার্যকর হবে। বুধবারই সংস্থার মানব সম্পদ বিভাগের তরফে ইমেইল করে সমস্ত কর্মীদের এই তথ্য জানানো হয়েছে।
তবে কোন স্তরের কর্মীদের কত শতাংশ বেতন বৃদ্ধি হবে, সে বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি।
প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগেই গোটা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে শোরগোল পড়ে গিয়েছিল টিসিএসের ছাঁটাইয়ের খবরে। সংস্থার সিইও জানিয়েছেন, বিশ্ব জুড়ে টিসিএসের মোট কর্মক্ষমতার ২ শতাংশ ছাঁটাই করা হবে। অর্থাৎ ১২ হাজার কর্মী চাকরি খোয়াতে চলেছেন। ধাপে ধাপেই এই ছাঁটাইয়ের প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে। মূলত মিডল ও সিনিয়র লেভেলের কর্মীদেরই ছাঁটাই করা হবে। তাদের জায়গা নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
টিসিএসের মতো বড় সংস্থা কর্মী ছাটাই করছে, এই খবর নিয়ে হইচইয়ের মাঝেই আরও একটি বড় ধাক্কা আসে। সংস্থার তরফে ঘোষণা করা হয়, আপাতত কর্মী নিয়োগ স্থগিত রাখা হচ্ছে।

