iPhone production in India: আর চিন নয়, এবার আইফোন উৎপাদনে ভারতের উপর আস্থা বাড়াচ্ছে অ্যাপল

Nov 13, 2024 | 11:42 AM

iPhone production in India: ২০২৪-২৫ অর্থবর্ষে গোটা বিশ্বে অ্যাপলের উৎপাদন মূল্য ১৮ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে। ২০২৩-২৪ অর্থবর্ষে যা ছিল ১৪ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থবর্ষে অ্যাপলের মোট আইফোন উৎপাদনের ১৭-১৮ শতাংশ ভারতে উৎপাদন হবে।

iPhone production in India: আর চিন নয়, এবার আইফোন উৎপাদনে ভারতের উপর আস্থা বাড়াচ্ছে অ্যাপল
ভারতে আইফোনের উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল

Follow Us

নয়াদিল্লি: চিনের উপর নির্ভরশীলতা কমাচ্ছে। আর ভারতে আইফোন উদপাদনে ক্রমশ জোর দিচ্ছে অ্যাপল। ২০২৬-২৭ অর্থবর্ষে অ্যাপলের আইফোন উৎপাদনের ৩২ শতাংশ ভারতে হতে পারে। আর উৎপাদন মূল্যের ২৬ শতাংশ খরচ হবে ভারতে। ফলে ভারতের রাজস্ব আয়ও বাড়তে চলেছে।

২০২৪-২৫ অর্থবর্ষে গোটা বিশ্বে অ্যাপলের উৎপাদন মূল্য ১৮ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে। ২০২৩-২৪ অর্থবর্ষে যা ছিল ১৪ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থবর্ষে অ্যাপলের মোট আইফোন উৎপাদনের ১৭-১৮ শতাংশ ভারতে উৎপাদন হবে। সেটাই ২০২৬-২৭ অর্থবর্ষে বেড়ে হওয়ার সম্ভাবনা ৩২ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতে মাত্র ১২-১৪ শতাংশ আইফোন উৎপাদন হত। উৎপাদন মূল্যে ১০ শতাংশ হত ভারতে। ভারত থেকে আইফোনের উৎপাদন মূল্য ছিল ১৪ বিলিয়ন মার্কিন ডলার।

২০১৭ সাল থেকে ভারতে শুরু হয়েছে আইফোনের উৎপাদন। এই প্রথম আইফোন ১৬ প্রো সিরিজের অ্যাসেম্বল শুরু হয়েছে ভারতে। আইফোন উৎপাদনে চিন থেকে ক্রমশ সরে ভারতের উপর নির্ভরশীল হচ্ছে অ্যাপল। এর ফলে ভারতের রাজস্ব আয়ও ক্রমশ বাড়ছে।

এই রাজস্ব আয় আরও বাড়তে পারে বলে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আমেরিকার মসনদে বসার পর চিন থেকে আমদানিকৃত আইফোনে শুল্ক বাড়াতে পারেন বলে জল্পনা। চিনের সঙ্গে আমেরিকার একটা বাণিজ্য যুদ্ধ চলছে। এই মুহূর্তে আমেরিকায় মোবাইলে আমদানি শুল্ক ১৫ শতাংশ। ট্রাম্প মসনদে বসার পর চিন থেকে আমদানিকৃত আইফোনে শুল্ক ৬০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জল্পনা। ফলে অ্যাপল তখন তাদের আইফোন উৎপাদনে ভারতের উপর নির্ভরশীলতা আরও বাড়াতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

 

Next Article