মুম্বই: বদলে যেতে পারে ভারতের ইন্টারনেটের চিত্র। রিলায়েন্স জিয়োর একচেটিয়া রাজত্বে ভাগ বসাতে পারে ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক। অর্থাৎ এবার লড়াইটা দেশের সবথেকে ধনী ব্যক্তি বনাম বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির মধ্যে হতে চলেছে। শোনা যাচ্ছে, ভারতে প্রবেশ করতে চলেছে ইলন মাস্কের স্টারলিঙ্ক সংস্থা। দেশে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা শুরু করলে, সরাসরি টক্কর দেবে জিয়ো, এয়ারটেল, ভিআই ও বিএসএনএল-কে।
বিশ্বে সবথেকে সস্তা ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা পাওয়া যায় ভারতেই। এই মার্কেট এবার দখল নেওয়ার পরিকল্পনা ইলন মাস্কের। নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমেই ইন্টারনেট পরিষেবা দেয় স্টারলিঙ্ক। বর্তমানে ইলন মাস্কের সংস্থা ভারতে ব্রডব্যান্ড পরিষেবার লাইসেন্সের জন্য অপেক্ষা করছে।
এ দিন টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও জানান যে স্টারলিঙ্ক লাইসেন্সের প্রক্রিয়ায় রয়েছে। তাদের নেটওয়ার্ক ১০০ শতাংশ সুরক্ষিত কি না, তা যাচাই করে দেখছে কেন্দ্রীয় সরকার। আপাতত মাস্কের সংস্থা সিকিউরিটি ক্লিয়ারেন্সের অপেক্ষা করছে।
প্রসঙ্গত, স্টারলিঙ্ক বিগত কয়েক বছর ধরেই ভারতের বাজারে প্রবেশের চেষ্টা করছে। গত মাসেই যখন কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয় যে স্যাটেলাইট ব্রডব্যান্ডের জন্য নিলাম হবে না। বরং প্রশাসনের তরফেই এই স্প্রেকট্রাম দেওয়া হবে। এই সুযোগেরই যেন অপেক্ষা করছিলেন ইলন মাস্ক। অন্যদিকে, রিলায়েন্সের মালিক মুকেশ অম্বানী চেয়েছিলেন স্প্রেকট্রামের নিলাম হোক।
ভারতের ব্রডব্যান্ডের বাজারের বড় অংশ রিলায়েন্স জিয়োর অধীনে। প্রায় ১.৪ কোটিরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫০০ মিলিয়ন বা ৫০ কোটিরও বেশি। প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছে এয়ারটেল, যার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩০০ মিলিয়ন বা ৩০ কোটির কাছাকাছি।