মুম্বই: টাকার দামে রেকর্ড পতন। ডলার প্রতি ভারতীয় মুদ্রার মূল্য ৮৪ টাকা ৪০ পয়সায় নেমে দাঁড়াল। বাজারে অস্থিরতার কারণেই ভারতীয় মুদ্রার দামে এত পতন হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া বৈশ্বিক নানা কারণেও ভারতীয় মুদ্রার দামে পতন হচ্ছে। ডলার ইনডেক্সও শক্তিশালী হওয়ায়, ভারতীয় মুদ্রা তার সাপেক্ষে দুর্বল হচ্ছে।
ফরেন এক্সচেঞ্জে এ দিন সকালেই ডলার প্রতি টাকার মূল্য ছিল ৮৪.৪০ টাকা। মঙ্গলবারও প্রতি মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম ৮৪ টাকা ৩৯ পয়সায় নেমে দাঁড়ায়।
ভারতীয় মুদ্রার লাগাতার পতনে বাড়ছে দুর্ভোগ। বিশেষ করে ক্ষতির মুখে পড়ছেন আমদানিকারকরা। তাদের গ্যাটের কড়ি বেশি খসছে। টাকার দামে পতন হওয়ায় আগামিদিনে মূল্যবৃদ্ধি আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরই সে দেশের বাজার চাঙ্গা হয়েছে। ডলার সূচক বাড়ছে। তার ফলেই ভারতীয় মুদ্রার দাম কমছে। এর উপরে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও শেয়ার বিক্রি করায়, তা ভারতীয় মুদ্রাকে আরও দুর্বল করছে। রফতানিকারকদের জন্য মুদ্রার পতন লাভজনক হলেও, আমদানির খরচও লাগাতার বাড়ছে। বিদেশি ঋণ পরিশোধের খরচও বাড়ছে তার সঙ্গে।