AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাইকে অ্যাডভেঞ্চারের শখ? Enfield Himalayan 450 নাকি Yezdi Adventure, কোনটা ভাল হবে আপনার জন্য?

Royal Enfield Himalayan 450 vs Yezdi Adventure:

বাইকে অ্যাডভেঞ্চারের শখ? Enfield Himalayan 450 নাকি Yezdi Adventure, কোনটা ভাল হবে আপনার জন্য?
| Edited By: | Updated on: Aug 01, 2025 | 12:10 PM
Share

বাইক ভালবাসেন, বাইকে চড়ে পাহাড়, জঙ্গল ঘুরতে চান? কিন্তু বুঝতে পারছেন না কোন অ্যাডভেঞ্চার মোটরবাইক কিনবেন, Enfield Himalayan 450 নাকি Yezdi Adventure? তাহলে সবার আগে দেখে নিন কোন বাইক কত দামে আপনাকে কী কী সুযোগ সুবিধা দিচ্ছে।

কলকাতায় Enfield Himalayan 450-এর বেস ভ্যারিয়েন্টের অন রোড প্রাইস ৩ লক্ষ ৩৬ হাজার টাকার মতো। কিন্তু Yezdi Adventure-এর সবচেয়ে সস্তা ভ্যারিয়েন্টের দাম সেখানে ২ লক্ষ ৬৫ হাজার টাকা। অর্থাৎ, Yezdi Adventure কিন্তু দামে অনেকটাই সস্তা।

এ ছাড়াও দুই বাইকের ইঞ্জিন লিক্যুইড কুলড হলেও পার্থক্য রয়েছে বাইক দুটির পাওয়ার আউটপুট ও ইঞ্জিন ডিসপ্লেসমেন্টে। Enfield Himalayan 450-এর ইঞ্জিন ৪৫০ সিসির। যা ৩৯ হর্স পাওয়ার ও ৪০ নিউটন মিটার টর্ক তৈরি করে। অন্য দিকে Yezdi Adventure-এর ৩৩৪ সিসির ইঞ্জিন ২৯ হর্স পাওয়ার ও ২৯ নিউটন মিটার টর্ক তৈরি করে।

তবে, এই দুই কোম্পানির বাইকে তুলনা করতে গেলে একটা বিষয় সামনে চলে আসে। আর সেটা হল সার্ভিসিং। রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার এখন দেশের আনাচে-কানাচে পাওয়া যায়। তবে, সেই তুলনায় কিন্তু ইয়েজদির সার্ভিস সেন্টার অনেকটাই কম। ফলে, Yezdi Adventure কিনলে এই একটা বিষয়েই একটু সমস্যায় পড়তে পারেন