Google Play Store: মোদী সরকার ডাকতেই গুগলের ভোলবদল! প্লেস্টোরে ফিরল নৌকরি, ৯৯একার্স…

Ashwini Vaishnaw summons Google: 'পরিষেবা মূল্য' নিয়ে গুগলের সঙ্গে সংঘাত ভারতীয় স্টার্টআপ সংস্থাগুলির। প্লেস্টোর থেকে সরান হয়েছিল বেশ কয়েকটি অ্যাপ। বিরোধের মধ্যে দুই পক্ষকেই সোমবার এক বৈঠকে ডাকলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপরই, বাদ যাওয়া কয়েকটি ভারতীয় অ্যাপ ফিরল প্লেস্টোরে।

Google Play Store: মোদী সরকার ডাকতেই গুগলের ভোলবদল! প্লেস্টোরে ফিরল নৌকরি, ৯৯একার্স...
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Mar 02, 2024 | 5:24 PM

নয়া দিল্লি: গুগল প্লেস্টোরে থাকা অ্যাপগুলির ইন-অ্যাপ পারচেসের উপর ১১ থেকে ২৬ শতাংশ পর্যন্ত ‘সার্ভিস ফি’, অর্থাৎ, ‘পরিষেবা মূল্য’ প্রদানের শর্ত আরোপ করেছে গুগল সংস্থা। জানুয়ারি-ফেব্রুয়ারিতে আদালতও গুগলের এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। কোনও সংস্থা এই শর্ত না মানলে, সেগুলিকে প্লেস্টোর থেকে সরিয়ে দেওয়ার অনুমতিও পেয়েছে গুগল। তারপরও, গুগলের নয়া মূল্য কাঠামোর বিরোধিতা করে চলেছে বেশ কয়েকটি ভারতীয় স্টার্টআপ সংস্থা। এই প্রেক্ষিতে, প্লে স্টোর থেকে বেশ কিছু ভারতীয় অ্যাপ সরিয়ে দিয়েছে গুগল। গুগলের এই সিদ্ধান্তকে স্বৈরাচারী বলে নিন্দা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সংস্থাগুলিও গুগলের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তথ্য-প্রযুক্তি জায়ান্ট এবং কিছু ভারতীয় স্টার্টআপগুলির মধ্যে এই বিরোধের মধ্যে দুই পক্ষকেই সোমবার এক বৈঠকে ডাকলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর তারপরই, বাদ যাওয়া কয়েকটি ভারতীয় অ্যাপ ফের প্লেস্টোরে ফিরেছে।

শুক্রবারই ‘সার্ভিস ফি’ প্রদান নিয়ে বিরোধের জেরে ১০টি ভারতীয় সংস্থার অ্যাপগুলি সরিয়ে দিয়েছে গুগল। এই অ্যাপগুলির মধ্যে রয়েছে, অনলাইন বিবাহ পরিষেবা অ্য়াপ ‘ভারত ম্যাট্রিমনি’, অনলাইনে চাকরি খোঁজার অ্যাপ ‘নৌকরি’-র মতো জলপ্রিয় অ্যাপ। এই নিয়ে বিরোধ তৈরি হতেই, হস্তক্ষেপ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দ্রুত এর সমাধান হবে বলে আশাবাদী তিনি। তিনি বলেছেন, “গুগলের পদ্ধতি অনেক যুক্তিসঙ্গত হবে বলে আশা করি। আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তাদের স্বার্থ রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ইতিমধ্যেই গুগলের প্রতিনিধিদের আমার সঙ্গে দেখা করতে বলেছি। আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমকে সুরক্ষিত রাখতে আমরা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করব। আমি মনে করি, ডিজিটাল অর্থপ্রদান ব্যবস্থার সঙ্গে গুগল যেমন ভালভাবে খাপ খাইয়ে নিয়েছে, এই বিষয়ে তারা যুক্তিসঙ্গতভাবে ব্যবস্থা নেবে। এই বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি অত্যন্ত দৃঢ়। আমরা অ্যাপগুলিকে অ্যাপস্টোর থেকে বাদ দিতে দেব না।”

সরকারের তরফে এই হস্তক্ষেপের পরই, গুগল সংস্থা, ইনফো এজ ইন্ডিয়া সংস্থার কিছু ফ্ল্যাগশিপ অ্যাপকে অ্যাপস্টোরে ফিরিয়ে এনেছে। নৌকরি, ৯৯একার্স, নৌকরি গালফের মতো অ্যাপগুলি ফের গুগল অ্যাপস্টোরে দেখা যাচ্ছে। পিপল গ্রুপের ম্যাট্রিমনি অ্যাপ, শাদি ডট কমও সরকারের শনিবার বিকেলে প্লে স্টোরে ফিরে এসেছে। প্লেস্টোর থেকে বাদ যাওয়া, বাকি অ্যাপগুলিও গুগল অ্যাপস্টোরে ফিরিয়ে আনে কিনা, এখন সেটাই দেখার। সরকারের হস্তক্ষেপকে ক্ষতিগ্রস্ত সংস্থাগুলি স্বাগত জানিয়েছে।