Interest Rates On Fixed Deposits: এই আর্থিক প্রতিষ্ঠানে স্থায়ী আমানতে চড়ল সুদের হার, অতিরিক্ত লাভ পাবেন বিনিয়োগকারীরা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 11, 2023 | 7:06 PM

Interest Rates On Fixed Deposits of Bajaj Finserv: স্থায়ী আমানতে সুদের হার বাড়াল বাজাজ ফিনসার্ভ। ১০ মে থেকে নয়া সুদের হার কার্যকর হয়েছে।

Interest Rates On Fixed Deposits: এই আর্থিক প্রতিষ্ঠানে স্থায়ী আমানতে চড়ল সুদের হার, অতিরিক্ত লাভ পাবেন বিনিয়োগকারীরা
প্রতীকী ছবি

Follow Us

স্থায়ী আমানতে সুদের হার বাড়াল নন ব্যাঙ্কিং অর্থনৈতিক প্রতিষ্ঠান বাজাজ ফিনসার্ভ। ৪০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াল এই আর্থিক প্রতিষ্ঠান। এবার সাধারণ নাগরিকরা এই আর্থিক প্রতিষ্ঠানের স্থায়ী আমানতে ৮.৩৫ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। আর ৪৪ মাসের বিশেষ স্থায়ী আমানত স্কিমে ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন বর্ষীয়ান নাগরিকরা। ২০২৩ সালের ১০ মে থেকে কার্যকর হয়েছে এই নয়া সুদের হার।

জেনে নিন কত মেয়াদের স্থায়ী আমানতে আপনি কত সুদ পাবেন:

১২-১৪ মাসের জন্য বাজাজ ফিনসার্ভ বিনিয়োগকারীদের জন্য ৭.৪০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬৫ শতাংশ পর্যন্ত সুদের হার দিচ্ছে। ১৫ মাসের স্থায়ী আমানতে এই আর্থিক প্রতিষ্ঠান সাধারণ নাগরিকদের সুদ দিচ্ছে ৭.৪৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য তা ৭.৭ শতাংশ

১৫ মাসের বেশি, ১৭ মাস পর্যন্ত বিনিয়োগ করলে সাধারণ নাগরিকদের জন্য ৭ .৫০ শতাংশ সুদের হার এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৭৫ শতাংশ

১৮ মাসের স্থায়ী আমানতে বাজাজ ফিনসার্ভ বিনিয়োগকারীদের ৭.৪০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬৫ শতাংশ সুদ দিচ্ছে। ১৯-২৩ মাসের বিনিয়োগের ক্ষেত্রে এই নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান সাধারণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৭৫ শতাংশ সুদের হার দিচ্ছে

যখন বিনিয়োগের সময়কাল ২৪ মাস, তখন সাধারণ নাগরিকরা ৭.৫৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৮০ শতাংশ হারে সুদ পেতে পারেন।

২৫-৩৫ মাসের এফডি মেয়াদের ক্ষেত্রে সাধারণ নাগরিকরা ৭.৩৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৬০ শতাংশ সুদ পাবেন।

৩৬-৬০ মাসের জন্য সাধারণ নাগরিকরা ৮.০৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৮.৩০ শতাংশ সুদ পেতে পারেন।

৪৪ মাসের স্থায়ী আমানতে বাজাজ ফিনসার্ভ কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সুদের হার দিচ্ছে। সাধারণ নাগরিকরা এই মেয়াদে ৮.৩৫ শতাংশ সুদ পেতে পারেন। প্রবীণ নাগরিকরা ৮.৬ শতাংশ সুদ পাবেন।

Next Article