Lighter: লাইটারে নিষেধাজ্ঞা! এবার কেন্দ্রীয় সরকারের বড় পদক্ষেপ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 14, 2024 | 10:43 PM

Lighter: কেন্দ্র ইতিমধ্যেই ২০ টাকার কম দামের সিগারেট লাইটার আমদানি নিষিদ্ধ করেছে। দেশীয় উৎপাদনকে আরও এগিয়ে নিয়ে যেতে একাধিক পদক্ষেপ করেছে সরকার।

Lighter: লাইটারে নিষেধাজ্ঞা! এবার কেন্দ্রীয় সরকারের বড় পদক্ষেপ
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: ধূমপায়ীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পণ্য হল পকেট লাইটার। রাস্তার মাঝে সিগারেট জ্বালাতে লাইটারের জুড়ি নেই। এবার সেই লাইটার নিয়ে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। লাইটারের যন্ত্রাংশ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। চিন থেকে আসা পণ্যের উপর নির্ভরতা হ্রাস করতে সাহায্য করতেই এই পদক্ষেপ।

ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) জানিয়েছেন যে পকেট লাইটার, গ্যাস চালিত লাইটার, নন-রিফিলযোগ্য লাইটার বা রিফিলযোগ্য লাইটার (সিগারেট লাইটার) আমদানি অবিলম্বে নিষিদ্ধ করা হচ্ছে।

কেন্দ্র ইতিমধ্যেই ২০ টাকার কম দামের সিগারেট লাইটার আমদানি নিষিদ্ধ করেছে। দেশীয় উৎপাদনকে আরও এগিয়ে নিয়ে যেতে একাধিক পদক্ষেপ করেছে সরকার। গত বছরই কেন্দ্রের তরফে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছিল। যেখানে লাইটারের মানের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল।

চলতি অর্থবর্ষের এপ্রিল-জুলাই মাসে লাইটার যন্ত্রাংশ আমদানি হয়েছে ৩৮ লক্ষ মার্কিন ডলারের। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই তথ্য মিলেছে। এপ্রিল-জুলাই মাসে চিনের ক্ষেত্রে রফতানি ৪.৫৪ শতাংশ কমে ৪.৮ বিলিয়ন ডলারে নেমেছে। আমদানি ৯.৬৬ শতাংশ বেড়ে ৩৫.৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। চিনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ছিল ৩১.৩১ বিলিয়ন ডলারের। ২০২৩-২৪ অর্থবর্ষে ১১৮.৪ বিলিয়ন ডলারের বাণিজ্য করে আমেরিকাকে পিছনে ফেলে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে চিন।

Next Article