আমাদের দেশে শেয়ার বাজারের প্রধান দুই সূচক সেনসেক্স ও নিফটি। সেনসেক্স যেমন সূচকের প্রথম ৩০টি শেয়ার নিয়ে তৈরি হয়। আবার সূচকের প্রথম ৫০টি শেয়ার নিয়ে তৈরি হয় নিফটি ৫০। তেমনই বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সবচেয়ে ভাল ৩০টি কোম্পানি নিয়ে তৈরি হয় ডিএসই ৩০ সূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের প্রধান স্টক এক্সচেঞ্জ। ডিএসই ৩০ ছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএস ও ডিএসইএক্স নামে আরও ২টি সূচক রয়েছে। অন্যদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ ছাড়াও বাংলাদেশে রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও।
বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলো তাদের প্রতিবেদনে বলছে, ডিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ নামক একটি সংস্থা। অভিযোগ, এই সংস্থাটি আদপে একটি বন্ধ হয়ে যাওয়া সংস্থা ও কারসাজির মাধ্যমে তারা তাদের শেয়ারের দাম বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, ডিএসই-৩০ সূচক থেকে বাদ পড়েছে বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, ইসলামি ব্যাঙ্ক ও সামিট পাওয়ারের মতো কোম্পানি।
বাংলাদেশের সংবাদমাধ্যমের অভিযোগ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ নামক কোম্পানিটি আসলে বন্ধ হয়ে গিয়েছে। তাও তারা এখনও লিস্টেড সে দেশের দুটি স্টক এক্সচেঞ্জে। এ ছাড়াও তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা নাকি কারসাজির মাধ্যমে তাদের শেয়ারের দাম বাড়িয়ে দিয়েছে যাতে সেই কোম্পানি ডিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত হতে পারে। ডিএসইর সূচকে দেখা গিয়েছে ২ বছরে ১ হাজার ৮৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই কোম্পানির শেয়ারের দাম। আগে যে শেয়ারের দাম ছিল মাত্র ১২ টাকা সেই শেয়ার ২ বছরের মধ্যেই সর্বোচ্চ ২৩২ টাকা ছুঁয়ে ফেলে।
তবে শুধুমাত্র খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ নয়, আরও ৮টি সংস্থা অন্তর্ভুক্ত হয়েছে ডিএসই-৩০ সূচকে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, কোহিনূর কেমিক্যালস, মবিল-যমুনা বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, পদ্মা অয়েল, আইডিএলসি ফাইন্যান্স ও বাংলাদেশ সাবমেরিন কেব্লস রয়েছে সেই তালিকায়।
গত ১ বছরে বাংলাদেশের শেয়ার বাজার আকাশ থেকে প্রায় মাটি ছুঁয়ে ফেলেছিল। যদিও শেখ হাসিনার দেশত্যাগের পর আশার আলো দেখতে পাওয়ার আশায় কয়েকদিন উপরের দিকে উঠেছিল পড়শি দেশের শেয়ার বাজার। কিন্তু তারপর বাস্তবের রুক্ষ চিত্রটা সকলের সামনে চলে আসে। ফের গোঁত্তা খেয়ে মাটিতে আছড়ে পড়ে বাজার। তারপর মাটি ছেড়ে যেন ধীরে ধীরে পাতালঘরে প্রবেশ করছে বাংলাদেশের শেয়ার বাজার।