নয়া দিল্লি: ডেবিট কার্ডের মতো ক্রেডিট কার্ডও লেনদেনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষত, এমার্জেন্সির সময় ক্রেডিট কার্ড থাকলে ভীষণ সুবিধা হয়। কিন্তু, প্রয়োজন হলেও সকলের পক্ষে ক্রেডিট কার্ড পাওয়া সম্ভব হয় না। কারণ ক্রেডিট কার্ড পাওয়ার জন্য অনেক নথির প্রয়োজন হয়। যার মধ্যে আয়ের প্রমাণ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এটি না থাকলে ক্রেডিট কার্ড পাওয়া সাধারণত মুশকিল। তবে এই সমস্যা সমাধানেরও পথ রয়েছে। কীভাবে আপনি আয়ের প্রমাণ ছাড়াই ক্রেডিট কার্ড পেতে পারেন, জানুন।
ক্রেডিট কার্ডের প্রয়োজনীয়তা
ক্রেডিট কার্ড দিয়ে যে কোনও সামগ্রী কেনা যায়। এছাড়া ট্রেন, বিমানের টিকিট বুকিং করা যায়। স্বাভাবিকভাবেই আপৎকালীন সময়ের জন্য ক্রেডিট কার্ড গুরুত্বপূর্ণ। গ্রাহকেরা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রয়োজনের সময় কেনাকাটা বা টিকিট বুকিং করতে পারে এবং পরে অ্যাকাউন্টে টাকা এলে পরিশোধ করে দিতে পারে।
কারা ক্রেডিট কার্ড পেতে পারে?
ব্যাঙ্ক যাদের ক্রেডিট কার্ড ইস্যু করে, তাদের জন্য মাসিক আয়ের একটি সীমা নির্ধারণ করে। যারা চাকরি বা ব্যবসা করে, তাদের আয় ব্যাঙ্ক নির্ধারিত সীমার উপরে হলে সহজেই ক্রেডিট কার্ড পাওয়া যায়। সাধারণত, ক্রেডিট কার্ড গ্রহণকারী ব্যক্তি ব্যয় করা অর্থ পরিশোধ করতে সক্ষম কিনা সেটাই যাচাই করে নেয় ব্যাঙ্ক। তাই ক্রেডিট কার্ডের জন্য আয়ের নথি দিতে হয়।
আয়ের নথি ছাড়া কীভাবে মিলবে ক্রেডিট কার্ড?
ডিবিএস ব্যাঙ্কের কর্তা সাক্ষী পিল্লাই বলেছিলেন, যে কোনও ব্যক্তির আয়ের প্রমাণ না থাকলেও তিনি ক্রেডিট কার্ড পেতে পারেন। আয়ের প্রমাণ না থাকলে ব্যক্তির ঋণ পরিশোধের ক্ষমতা নিশ্চিত করার জন্য অন্যান্য বিকল্প অবস্থাগুলি খতিয়ে দেখে ব্যাঙ্ক। যেমন, ব্যক্তির অ্যাকাউন্টের লেনদেন, ঋণ অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক বা কোনও সেভিংস থেকে ঋণ নিয়েছে কিনা এবং সেটি ঠিকমতো পরিশোধ হয়েছে কিনা। যদি ব্যক্তির ঋণ পরিশোধের ভাল ট্র্যাক রেকর্ড থাকে, তাহলে তার ভিত্তিতে তাকে ক্রেডিট কার্ড ইস্যু করবে ব্যাঙ্ক।
আর কীভাবে ক্রেডিট কার্ড দেওয়া হয়?
১) FD অ্যাকাউন্টের প্রেক্ষিতে ক্রেডিট কার্ড দেওয়া হয়।
২) UPI লেনদেন ভাল থাকলে ক্রেডিট কার্ড দেওয়া হয়।
৩) ব্যাঙ্কিং লেনদেন ভাল থাকলে তার উপর ভিত্তি করেও ক্রেডিট কার্ড দেয় ব্যাঙ্ক।