একের পর এক ছুটি, জুলাই মাসে অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক, দরকারে কবে যাবেন ব্যাঙ্কে?

Bank Holiday: জুলাই মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে যেমন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ঘোষিত ছুটি রয়েছে, তেমনই বিভিন্ন রাজ্যের ভিত্তিতেও ছুটি থাকে

একের পর এক ছুটি, জুলাই মাসে অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক, দরকারে কবে যাবেন ব্যাঙ্কে?
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 29, 2024 | 2:25 PM

নয়া দিল্লি: আধুনিক যুগে দাঁড়িয়ে অনেক কাজই অনলাইনে সেরে ফেলা যায়, কিন্তু এমনও অনেক কাজ থাকে, যার জন্য ব্যাঙ্কে যেতেই হয়। চেক ড্রপ করা থেকে শুরু করে পেনশন তোলা, এই রকম কাজের জন্য ব্য়াঙ্কে যেতে হয়। দু’দিন বাদেই নতুন মাস শুরু। যদি আপনারও ব্য়াঙ্কে যাওয়ার প্রয়োজন হয়, তবে ব্যাঙ্কে ছুটির দিনগুলি জেনে রাখুন, কারণ জুলাই মাসে প্রায় অর্ধেকদিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক।

জুলাই মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে যেমন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ঘোষিত ছুটি রয়েছে, তেমনই বিভিন্ন রাজ্যের ভিত্তিতেও ছুটি থাকে। জুলাই মাসে ছুটির তালিকা দেখে নিন-

৩ জুলাই- বেহ দিয়েনখালম (মেঘালয়ে ছুটি)

৬ জুলাই- এমএইচআইপি ডে (মিজোরামে ছুটি)

৭ জুলাই- রবিবার

৮ জুলাই- কাং ও রথযাত্রা  উপলক্ষে ছুটি

৯ জুলাই- দ্রুকপা সে-জি (সিকিমে ছুটি)

১৩ জুলাই- দ্বিতীয় শনিবার থাকায় ছুটি

১৪ জুলাই- রবিবার

১৬ জুলাই- হারেলা (উত্তরাখণ্ডে ছুটি)

১৭ জুলাই- মহরম উপলক্ষে ছুটি 

২১ জুলাই- রবিবার

২৭ জুলাই- চতুর্থ শনিবার হওয়ায় ছুটি

২৮ জুলাই- রবিবার