Bank Holidays in December 2022: ডিসেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা, সম্পূর্ণ তালিকায় চোখ বুলিয়ে নিন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 25, 2022 | 4:35 PM

Bank Holidays in December 2022: ডিসেম্বরে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। রিজার্ভ ব্যাঙ্কের তরফে আগামী মাসের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।

Bank Holidays in December 2022: ডিসেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা, সম্পূর্ণ তালিকায় চোখ বুলিয়ে নিন
ফাইল ছবি

Follow Us

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে ডিসেম্বর মাসের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিসেম্বর মানে আরেক উৎসবের মরশুম। ডিসেম্বর মানেই শীতের রোদের হালকা আঁচে পরিবার নিয়ে পিকনিকের আমেজ। আর তার জন্য ব্যাঙ্কের তরফে ছুটি থাকবে না তা তো হতেই পারে না। ডিসেম্বর মাসে ব্যাঙ্কের কর্মীদের জন্য একাধিক ছুটিও রয়েছে। আর কোনও সাধারণ মানুষকে যাতে ব্যাঙ্কের দোরগোড়া থেকে ফিরে যেতে না হয় তাই ব্য়াঙ্কের ছুটির তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়াই ভাল। ডিসেম্বরে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা।

ডিসেম্বর মাসে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলির কাজকর্ম মোট ১৩ দিনের জন্য বন্ধ থাকবে। তবে অনলাইনে পরিষেবা অব্যাহত থাকবে সব ব্যাঙ্কেরই। সাপ্তাহিক ছুটি ও বিশেষ ছুটি মিলিয়েই ডিসেম্বরে ৩১ দিনের মধ্যে ১৩ দিনই ছুটি ব্যাঙ্ক কর্মীদের। তবে উল্লেখ্য রাজ্য বিশেষে ব্যাঙ্কের এই ছুটির দিন আলাদা হবে। বিভিন্ন রাজ্যের উৎসব উপলক্ষে এই ছুটি দেওয়া হয়ে থাকে।

এক নজরে দেখে নিন ছুটির তালিকা:

৩ ডিসেম্বর: সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উৎসব উপলক্ষে পানাজি, গোয়াতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

৪ ডিসেম্বর : মাসের প্রথম রবিবার।

১০ ডিসেম্বর : মাসের দ্বিতীয় শনিবার।

১১ ডিসেম্বর : মাসের দ্বিতীয় রবিবার।

১২ ডিসেম্বর: গারো উপজাতি নেতার মৃত্যুবার্ষিকীতে পা-তোগান নেংমিঞ্জা সাংমাকে স্মরণ করতে শিলং এবং মূলত মেঘালয়ের আশেপাশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১৮ ডিসেম্বর : মাসের তৃতীয় রবিবার।

১৯ ডিসেম্বর : গোয়া মুক্তি দিবস উপলক্ষে পানাজিতে (গোয়া) ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২৪ ডিসেম্বর : শিলং ও মেঘালয়ের আশেপাশের ব্যাঙ্কগুলি (বড়দিনের প্রাক্কালে) বন্ধ থাকবে। এছাড়াও মাসের চতুর্থ শনিবার।

২৫ ডিসেম্বর : মাসের চতুর্থ রবিবার।

২৬ ডিসেম্বর : আইজ়ল (মিজোরাম), গ্যাংটক (সিকিম) ও শিলং (মেঘালয়) ব্যাঙ্কগুলি বড়দিন উদযাপন/লোসুং/নমসুং-এ বন্ধ থাকবে

২৯ ডিসেম্বর : গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন উপলক্ষে চণ্ডীগড় জুড়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

৩০ ডিসেম্বর : মুক্তিযোদ্ধার স্মরণে শিলং ও এর আশেপাশে ইউ কিয়াং নাংবাহ ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩১ ডিসেম্বর : আইজ়ল ও মিজোরাম জুড়ে ব্যাঙ্কগুলি নববর্ষ উদযাপন উপলক্ষে বন্ধ থাকবে।

Next Article