AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Strike: একে সরকারি ছুটি, দোসর ধর্মঘট! ফেব্রুয়ারিতে ১২দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

Bank Strike: সর্বজনিক ক্ষেত্রের ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের পরিকল্পনার বিরোধিতা করে ব্যাঙ্ক ইউনিয়ন গত ১৬ আর ১৭ ডিসেম্বর ধর্মঘট করেছিল। সেই সময় দারুণভাবে এই ধর্মঘটের প্রভাব পড়েছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক আর আরবিএল ব্যাঙ্কের কাজ কর্মে ।

Bank Strike: একে সরকারি ছুটি, দোসর ধর্মঘট! ফেব্রুয়ারিতে ১২দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 9:58 PM
Share

নয়া দিল্লি: বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে ১২দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। চলতি মাসের ব্যাঙ্কের এই ছুটির মধ্যে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারের ছুটিও রয়েছে। অন্যদিকে এই মাসে দুদিন ধর্মঘটের কারণেও ব্যাঙ্কের শাখাগুলিতে কোনও কাজ হবে না। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জারি করা ছুটির তালিকা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে এখন ৯দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। প্রসঙ্গত জাতীয় ছুটির দিন সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকে অন্যদিকে আঞ্চলিক ছুটির কারণেও কিছু রাজ্যে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকে।

কোন কোন দিন হবে ধর্মঘট

নতুন বছরের শুরুতে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন (CTU) আর কিছু অন্য সংগঠন মিলে ২৩ আর ২৪ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ঘোষণা করেছে। যেখানে দেশের সমস্ত সরকারি আর বেসরকারি ব্যাঙ্কের কর্মচারীরা সামিল হবেন। প্রসঙ্গত এর আগে গত ডিসেম্বর মাসেও ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলি। সরকারি ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরোধিতা করে ব্যাঙ্ক ইউনিয়ন গত ১৬ আর ১৭ ডিসেম্বর ধর্মঘট করেছিল। সেই সময় দারুণভাবে এই ধর্মঘটের প্রভাব পড়েছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক আর আরবিএল ব্যাঙ্কের কাজ কর্মে । চেক ক্লিয়ারেন্স, ফান্ড ট্রান্সফার, ডেবিট কার্ড সম্পর্কিত সমস্ত কাজও আটকে গিয়েছিল।

দেখুন ছুটির তালিকা

১৫ ফেব্রুয়ারি: মহম্মদ হজরত/ লুই নাগইনীর জন্মদিনের কারণে ইম্ফল, কানপুর আর লখনউতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৬ ফেব্রুয়ারি: এইদিন গুরু রবিদাস জয়ন্তী। এই কারণে চণ্ডীগঢ়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৮ ফেব্রুয়ারি: দোলযাত্রা উপলক্ষে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৯ ফেব্রুয়ারি: ছত্রপতি শিবাজী মহারাজের জয়ন্তী উপলক্ষে বেলাপুর, মুম্বই আর নাগপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৩ ফেব্রুয়ারি: বুধবার ব্যাঙ্ক ধর্মঘটের জন্য সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৪ ফেব্রুয়ারি: বৃহস্পতিবারও ধর্মঘট থাকায় সারা দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

এই তারিখগুলিতেও বন্ধ থাকবে ব্যাঙ্ক

এই ছুটিগুলি ছাড়াও রবিবার পড়ায় ফেব্রুয়ারি মাসের ১২, ২০ আর ২৭ তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও দ্বিতীয় এবং চতুর্থ শনিবার হওয়ায় ১২ আর ২৬ ফেব্রুয়ারি সারা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা